বুধবার, ২৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

এসএসসি ও এইচএসসি পরীক্ষা

আবশ্যিক বিষয় বাদ দেওয়া সমীচীন নয়

করোনার কারণে সবার আগেই বন্ধ হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এখন ছাত্রছাত্রীদের কী হবে? শিক্ষামন্ত্রী দীপু মনি সম্প্রতি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে একটি রূপরেখা দিয়েছেন। এতে বলা হয়, চলতি বছরের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা সব বিষয়ে না নিয়ে কেবল গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয়ে নেওয়া হবে। এ বিষয়গুলোর সংক্ষিপ্ত পাঠ্যসূচি শেষ করা হবে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে। এর মধ্যে এসএসসিতে মোট ২৪ ও এইচএসসিতে ৩০টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে শিক্ষার্থীদের। দেরিতে হলেও শিক্ষামন্ত্রীর এ ঘোষণা বহু পরীক্ষার্থীর উদ্বেগ কিছুটা হলেও কমাবে। পরিকল্পনা অনুযায়ী এইচএসসির অ্যাসাইনমেন্ট ২৬ জুলাই শুরু হয়েছে। শিক্ষার্থীদের ১৫ সপ্তাহে ৩০টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। প্রতি পত্রে পাঁচটি অ্যাসাইনমেন্ট করতে হবে। সপ্তাহে দিতে হবে দুটি অ্যাসাইনমেন্ট। সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক ও চতুর্থ বিষয়ের নম্বর যোগ করে ফল প্রকাশ করা হবে। বিশ্বব্যাপী কভিড-১৯-জনিত মহামারীর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ে কোনো পরীক্ষা নেওয়া হবে না। এ মুহুর্তে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে চতুর্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের সুযোগ নেই। তবে জেএসসি বা সমমান ও এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে আবশ্যিক ও চতুর্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে যোগ করে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা, ২০২১-এর ফলাফল দেওয়া হবে। এ ক্ষেত্রে উচ্চশিক্ষায় ভর্তিতে কোনোরকমের নেতিবাচক প্রভাব পড়বে না। আমরা মনে করি মূল্যায়নের জন্য বাংলা, ইংরেজি ও গণিতকে পুরোপুরি বাদ দেওয়া ঠিক হবে না। পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে শিক্ষার্থীরা কী শিখল তা মূল্যায়নের জন্য। এজন্য আবশ্যিক বিষয় বাদ দেওয়া কোনোভাবেই সমীচীন হবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর