মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ভুঁইফোড় সংগঠন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সক্রিয় হতে হবে

বাঙালি জাতির সব মহৎ অর্জনের পেছনে রয়েছে রাজনৈতিক দল ও রাজনীতিকদের অবদান। স্বাধিকার সংগ্রামে অনন্য ভূমিকা রেখেছেন রাজনীতিকরা। স্বাধীনতা সংগ্রামেও তাদের অবদান অবিস্মরণীয়। রাজনৈতিক স্বাধীনতাকে পরিপূর্ণতা দান তথা অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের সংগ্রামেও রাজনীতিক ও রাজনৈতিক দলের অগ্রণী ভূমিকা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ’৭৫-এর পর অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের শাসনামলে রাজনীতিকে কলুষিত করার যে প্রক্রিয়া শুরু হয় তার অবশেষ এখনো রয়ে গেছে। সেনাপতি শাসকরা নিজেদের রাজনীতির পসরা সাজাতে ভাত ছিটালেই কাক জোটে নীতি অবলম্বন করেন। সেনাপতি শাসন বিদায় নেওয়ার পর রাজনীতিতে কাক নামের নিকৃষ্ট জীবদের দৌরাত্ম্য বন্ধ হয়নি। যখন যে দল ক্ষমতায় থাকে সে দলের ছায়ায় অবস্থান নেওয়া এবং সে দলকে কেন্দ্র করে ভুঁইফোড় সংগঠন করা একদল উচ্ছিষ্টভোগীর ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকারের এক যুগে লীগ নামধারী অসংখ্য সংগঠনের পেছনে রয়েছে এসব পরজীবীর ভূমিকা। আশার কথা, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ভুঁইফোড় ‘লীগ’ ও ‘রাজনৈতিক দোকানদারদের’ বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছে আওয়ামী লীগ। দলকে বিতর্কিত ও বিব্রতকর অবস্থার মুখে ফেলে দেওয়া এসব অবৈধ সংগঠনের কাউকেই ন্যূনতম ছাড় দেওয়া হবে না- এমনটিই বলেছেন দলের নীতিনির্ধারকরা। খোঁজা হচ্ছে ভুঁইফোড় সংগঠনের পৃষ্ঠপোষকও। নানা কর্মকান্ডে আলোচিত-সমালোচিত ‘চাকরিজীবী লীগ’ খুলে বসা এক বিতর্কিত রমণী র‌্যাবের হাতে আটক হওয়ার পর আতঙ্কে রয়েছেন সুযোগসন্ধানীরা। এদের অনেকেই গা-ঢাকা দিয়েছেন। কেউ কেউ নিজের ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ করে গা-বাঁচানোর চেষ্টা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্যমতে, সুবিধাভোগীরা গত এক যুগে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে গড়ে তুলেছে নতুন নতুন সংগঠন; যা দেশের ঐতিহ্যবাহী দলের সুনামকে জিম্মি করছে। আমরা আশা করব সব ভুঁইফোড় সংগঠনের বিরুদ্ধে দলীয়ভাবে শুধু নয়, তাদর অপকর্ম উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীও সক্রিয় হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর