বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

টি-২০তে জয়

টাইগারদের অসি বধে অভিনন্দন

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে অভিজাত দল অস্ট্রেলিয়াকে শেষ পর্যন্ত টি-২০তেও হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এর আগে টেস্ট ও ওয়ানডেতে জয় পেলেও টি-২০তে এ যাবৎ একতরফা ফলই ছিল নিয়তির লিখন। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টাইগাররা জিতেছেন ২৩ রানের ব্যবধানে। অথচ এ খেলায় বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে করেছিল ১৩১ রান। অস্ট্রেলিয়া দূরের কথা এমন রান করে জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধেও জেতা সত্যিকার অর্থেই কঠিন। কিন্তু ১৩২ রানের টর্গেটে খেলতে নেমে টাইগার স্পিনারদের ঘূর্ণি ও পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই দুসরাতে অ্যালেক্স ক্যারিকে বোকা বানান মেহেদি। দ্বিতীয় ওভারের ৪ নম্বর বলে জশ ফিলিপকে টার্নে বোকা বানিয়ে স্টাম্পিং করেন নাসুম। ১০ রানে দুই অসি ওপেনারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রকের ভূমিকায় আবিভর্‚ত হয় মাহমুদুল্লাহ বাহিনী। তৃতীয় ওভারের প্রথম বলে মইজে হেনরিক্সকে বোকা বানিয়ে বোল্ড করেন সাকিব আল হাসান। ৩ ওভারে ১১ রানে ৩ উইকেট হারিয়ে যখন কোণঠাসা অবস্থা, তখন মিচেল মার্শ ও অধিনায়ক ম্যাথু ওয়েড চেষ্টা করেন দলকে টেনে নিতে। কিন্তু নাসুমের ঘূর্ণিতে নাকাল হয়ে ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ম্যাচ হেরে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। নাসুম ক্যারিয়ারের পঞ্চম ম্যাচ খেলতে নেমেই তুলে নেন মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট। অস্ট্রেলিয়া দল মাঠ ছাড়তে বাধ্য হয়েছে মাত্র ১০৮ রান করে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম্যাচে জয় টাইগারদের মনোবল বাড়াতে অবদান রাখবে। এ জয় তাদের সিরিজ জয়েরও স্বপ্ন দেখাচ্ছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ দেশবাসীর অভিনন্দনে ভেসেছেন টাইগাররা। করোনাকালে সবাই যখন নিরানন্দে তখন টি-২০ দলের জয় জাতির মনোজগতে আশার আলো জাগিয়েছে। মাহমুদুল্লাহ বাহিনীকে অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর