রবিবার, ৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

তোরা সব জয়ধ্বনি কর

সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন

তোরা সব জয়ধ্বনি কর...। জয়ধ্বনি করার মতোই সাফল্য দেখিয়েছেন টাইগাররা। টি-২০ সিরিজের দুই খেলা বাকি থাকতেই তারা সিরিজ জয় করেছেন বিশ্ব ক্রিকেটের অঘোষিত রাজা অস্ট্রেলিয়াকে হ্যাটট্রিক হারের বিষাদে ঢেকে। ক্রিকেটের টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে গত এক যুগে অস্ট্রেলিয়ার সঙ্গে যত খেলা হয়েছে তার সব কটিতে জিতেছেন অসিরা। ক্যাঙ্গারুর কাছে অসহায় আত্মসমর্পণ টাইগারদের নিয়তির লিখন হয়ে দাঁড়িয়েছিল। বিশেষত টি-টোয়েন্টিতে বাংলাদেশ ছিল অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার আগেই হারমানা দল। সেই টাইগাররা এবার ইতিহাসের চাকা ঘুরিয়ে দিয়েছেন। ৩ আগস্ট মিরপুর স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশের বিজয়কে দেশে-বিদেশে অনেকেই অঘটন বলে ভেবেছেন। এমনকি পরদিন দ্বিতীয় ম্যাচে টাইগারদের জয়কে আবারও অঘটন বলে মন্তব্য করা হয়েছে প্রতিবেশী একটি দেশের গণমাধ্যমে। তৃতীয় ম্যাচে বাংলাদেশের সিরিজ জয়কে তারা অবশ্য চমক হিসেবে অভিহিত করে। বাংলাদেশ প্রশংসায় ভেসেছে। অস্ট্রেলিয়ার অধিনায়কও তার প্রতিক্রিয়ায় টাইগারদের কৃতিত্ব স্বীকার করেছেন। বলেছেন, বাংলাদেশ সত্যিই অসাধারণ খেলেছে। বিশেষত বোলাররা দুর্দান্ত। তারা অসিদের প্রতিটি ম্যাচে ১২০-১৩০ রানে বেঁধে রেখেছেন। অসিরা টাইগারদের অসাধারণ বোলিংয়ে ভালো খেলার কোনো সুযোগই পাচ্ছেন না। বাংলাদেশের বোলারদের মোকাবিলা করাও ছিল কষ্টসাধ্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় টাইগারদের স্বপ্নকে আরও বিস্তৃত করেছে। বিশ্বকাপ সামনে রেখে তারা এখন ক্রিকেটের অঘোষিত রাজা অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের আশা করছেন। শুক্রবার মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের ব্যাটিংয়ে হিরোর ভূমিকায় আবিভর্‚ত হন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব, আফিফ ও নূরুল ছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছতে পারেননি। ১২৭ রান করতে গিয়ে ৯ উইকেট হারাতে হয়। সে তুলনায় অস্ট্রেলিয়া আশা জাগাতে সক্ষম হয়। মাত্র ৪ উইকেট হারিয়ে তারা হেসে খেলে জয়ের পথেই হাঁটছিল। কিন্তু ১৯তম ওভারে মুস্তাফিজ মাত্র ১ রান দিলে অসিদের জেতা ম্যাচ হারের দিকে যায়। সিরিজজয়ী টাইগারদের অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর