মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

লকডাউন শিথিল

মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা আরোপ হোক

আগামীকাল স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হচ্ছে সব ধরনের অর্থনৈতিক কার্যক্রম। কঠোর বিধিনিষেধ শিথিল করে চালু করা হবে সব সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। খোলা থাকবে দোকানপাট ও শপিং মল। গণপরিবহন শতভাগ যাত্রী নিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। রবিবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি ওই আদেশে শিক্ষাপ্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বা বিনোদন কেন্দ্র খোলার বিষয়ে কিছু বলা হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ অনুযায়ী অফিস-আদালত ও দোকানপাট চালুর পাশাপাশি নির্দিষ্ট রুটে অর্ধেক গণপরিবহন চলবে। তাতে আসনের সমপরিমাণ যাত্রী বহন করা যাবে। বিধিনিষেধ শিথিল করা হলেও সব ক্ষেত্রে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি পালন নিশ্চিতকরণে কঠোর হওয়ার কথা জানানো হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রবণতা রোধে দেশজুড়ে গণটিকা কর্মসূচি চালুর পরপরই লকডাউন শিথিল করা হলো। নেওয়া হলো দোকানপাট কলকারখানা যানবাহন খুলে দেওয়ার ইতিবাচক সিদ্ধান্ত। আমরা প্রথম থেকেই মানুষের জীবন-জীবিকায় আঘাত হানে এমন ধরনের বিধিনিষেধের যথার্থতা সম্পর্কে সংশয়ের কথা জানিয়েছি। করোনায় জীবনহানির চেয়েও ক্ষুধার কারণে কেউ যাতে কষ্ট না পায় তা নিশ্চিতকরণের তাগিদ দিয়েছি। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, লাগামহীন লকডাউন মানুষের জীবন শুধু নয়, জীবিকার জন্যও হুমকি সৃষ্টি করেছে। লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি ভঙ্গের প্রবণতা ছিল চোখে পড়ার মতো। আমরা আশা করব অফিস-আদালত, দোকানপাট ও পরিবহন খুলে দেওয়ার পাশাপাশি মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে। গণপরিবহন অর্ধেক চালুর সিদ্ধান্তেও সুবিবেচনার ঘাটতি রয়েছে। আমরা আশা করব গণপরিবহন পূর্ণাঙ্গভাবে চালু করে সে ভুলের সংশোধন করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর