সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুর পলাতক পাঁচ খুনি

বিদেশ থেকে এনে শাস্তি নিশ্চিত করুন

বঙ্গবন্ধু হত্যার বিচার এবং খুনিদের একাংশের সাজা নিশ্চিত করে পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা পারের কৃতজ্ঞ জাতি তাদের জনক হত্যার দায় থেকে আংশিকভাবে হলেও রেহাই পেয়েছে। এ দায় থেকে নিজেদের মুক্তি নিশ্চিত করতে মৃত্যুদন্ডাজ্ঞাপ্রাপ্ত পাঁচ পলাতক খুনিকে বিদেশ থেকে এনে সাজা নিশ্চিত করা জাতির আশু কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা দুজন সাজাপ্রাপ্ত অপরাধীকে দেশে আনার বিষয়ে আশাবাদী। বাকি তিন খুনির অবস্থান নিশ্চিত হওয়ার লক্ষ্যে চলছে নানামুখী তৎপরতা। পুলিশ সদর দফতরের ইন্টারপোল শাখার মাধ্যমে পাঁচ খুনির বিষয়ে রেড নোটিস জারি রয়েছে। ইতিমধ্যে রেড নোটিসের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। আত্মগোপনে থাকা ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত পাঁচ খুনি হচ্ছে লে. কর্নেল এস এইচ এম বি নূর চৌধুরী, লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী, লে. কর্নেল শরিফুল হক ডালিম, লে. কর্নেল আবদুর রশীদ, রিসালদার মোসলেহ উদ্দিন। সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া ও বরখাস্ত খুনির মধ্যে নূর চৌধুরী কানাডায় ও রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে। অন্য তিনজনের অবস্থান পুরোপুরি নিশ্চিত না হলেও শরিফুল হক ডালিমের সম্ভাব্য অবস্থান পাকিস্তান অথবা লিবিয়া, আবদুর রশীদের সম্ভাব্য অবস্থান লিবিয়া অথবা জিম্বাবুয়ে এবং মোসলেহ উদ্দিনের সম্ভাব্য অবস্থান পাকিস্তান। পলাতক এই জাতীয় বেইমানরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে প্রকারান্তরে বাংলাদেশকেই হত্যা করতে চেয়েছিল। তারা তাদের প্রভুদের নির্দেশে বাঙালি জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। খুনিদের দেশে ফিরিয়ে আনতে আইনগত পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও চালাতে হবে। বাংলাদেশের অস্তিত্ব বিনাশী কর্মকান্ডে যারা নিয়োজিত তাদের ব্যাপারে প্রয়োজনে সরকার আরও কঠোর হবে আমরা তা-ই দেখতে চাই। প্রয়োজনে তাদের আশ্রয়দানকারী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনর্বিবেচনার কথা ভাবতে হবে। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়টিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এমনটিই প্রত্যাশিত।

সর্বশেষ খবর