শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

মানবকল্যাণের ধর্ম ইসলাম

মুহাম্মদ আশরাফ আলী

ইসলাম মানবকল্যাণের ধর্ম। ইসলামের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মানুষের কল্যাণ বিধান করা। এজন্য আল কোরআনে মানুষের ভালো কাজ করা ও মন্দ কাজ না করার মতো কল্যাণজনক নির্দেশনার অনেক আয়াত (বাক্য) আছে। এ প্রসঙ্গে এখানে কয়েকটি আয়াত থেকে উদ্ধৃতি দেওয়া হলো-

ক. ‘যারা সচ্ছল কিংবা অসচ্ছল অবস্থায় নিজেদের ধনসম্পদ দান করে এবং যারা ক্রোধ সংবরণকারী ও মানুষের প্রতি ক্ষমাশীল এ রকম কল্যাণকারীদের আল্লাহ ভালোবাসেন।’ সুরা আলে ইমরান, আয়াত ১৩৪। খ. ‘যারা এ পৃথিবীতে কোনো কল্যাণকর কাজ করবে তাদের জন্য আছে মহাকল্যাণ।’ সুরা জুমার, আয়াত ১০। গ. ‘যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে তাদের বেহেশতে দাখিল করব।’ সুরা নিসা, আয়াত ১২২। ঘ. ‘আত্মীয়স্বজনকে তাদের প্রাপ্য দেবে এবং অভাবগ্রস্ত ও মুসাফিরদেরও এবং কিছুতেই অপব্যয় কোরো না।’ সুরা বনি ইসরাইল, আয়াত ২৬। ঙ. ‘যে কেউ মন্দ কাজ করবে তাকে অধোমুখে আগুনে নিক্ষেপ করা হবে এবং তাদের বলা হবে, তোমাদের কৃতকর্মের প্রতিফলই তোমরা ভোগ করছ।’ সুরা নামল, আয়াত ৯০। চ. ‘আমি (আল্লাহ) মানুষকে পিতা-মাতার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছি; মা তার সন্তানকে কষ্ট করে গর্ভধারণ করে, তাকে বুকের দুধ খাওয়া ছাড়াতে দুই বছর লাগে, তাই আমার (তোমার সৃষ্টির জন্য) শুকর আদায় কর, পিতা-মাতার প্রতি (লালনপালনের জন্য) কৃতজ্ঞ হও; (অবশ্য তোমাদের সবাইকে) আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। তোমার পিতা-মাতা আমার সঙ্গে শরিক (শিরক) করতে তোমাকে পীড়াপীড়ি করলে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তাদের কথা মানবে না, তবে দুনিয়ার জীবনে তুমি তাদের (অমুসলিম পিতা-মাতার) সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করবে।’ সুরা লুকমান, আয়াত ১৪-১৫। ছ. ‘তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তারা যেন এ শপথ না করে যে তারা আত্মীয়স্বজন, অভাবগ্রস্ত এবং আল্লাহর রাস্তায় যারা গৃহত্যাগ করেছে তাদের কোনো সাহায্য করবে না, তাদের বরং উচিত তাদের ক্ষমা করে দেওয়া (অন্যায় করে থাকলে) ও তাদের দোষত্রুটি (থাকলে) উপেক্ষা করা; তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন; আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু।’ সুরা নুর, আয়াত ২২। মানুষের ওপর অত্যাচার না চালানো, পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ না করা, অন্যায়ভাবে কাউকেও হত্যা না করা, ক্ষমা করে দেওয়া, আপস-নিষ্পত্তি করে দেওয়া ইত্যাদিও পৃথিবীর মানুষের জন্য কল্যাণজনক কাজ। এ ধরনের কল্যাণমূলক কাজের তাগিদ দিয়েও কোরআনে অনেক আয়াত আছে যার মধ্য থেকে কয়েকটি নিম্নে উল্লেখ করা হলো- ক. ‘ভালো আর মন্দ সমান হতে পারে না; উৎকৃষ্ট কাজ দ্বারা মন্দ কাজ প্রতিহত কর।’ সুরা হা-মিম সিজদাহ, আয়াত ৩৪। খ. ‘মন্দের প্রতিফল অনুরূপ মন্দ; কিন্তু যে ক্ষমা করে দেয় ও আপস-নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে; আল্লাহ অত্যাচারীদের পছন্দ করেন না।’ সুরা শুরা, আয়াত ৪০।

লেখক : ইসলামবিষয়ক গবেষক।

সর্বশেষ খবর