শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দারিদ্র্য বিমোচন

খুলতে হবে কর্মসংস্থানের দ্বার

দারিদ্র্য বিমোচন বাংলাদেশের সামনে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত ২০০ বছরের নিরিখে বাংলাদেশ ছিল দারিদ্র্যপীড়িত। সমৃদ্ধির পথে বাংলাদেশ বেশ জোরকদমে এগিয়েছে গত এক যুগে। এর বদৌলতে  স্বল্পোন্নত দেশের লজ্জা ঝেড়ে মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। কিন্তু করোনাভাইরাসের থাবা আরও ওপরের সোপানে বাংলাদেশের ওঠার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সর্র্বশেষ সরকারি হিসাব অনুযায়ী দেশে করোনা মহামারী শুরুর আগে বেকার ছিল ২৭ লাখ। আর কাজের মধ্যে ছিলেন ৬ কোটি ৮ লাখ মানুষ। এদিকে দেড় বছর ধরে চলা করোনার ভয়াবহতায় অন্তত ৩০ শতাংশ মানুষ কাজ হারিয়েছেন। একই সঙ্গে ৭০ শতাংশ মানুষের আয় কমেছে। মহামারীর আগে দেশে দারিদ্র্যের হার ছিল ২০ শতাংশ। বর্তমানে তা ৪০ শতাংশে উন্নীত হয়েছে। বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও বেশি মনে করা হয়। আর আন্তর্জাতিক শ্রম সংস্থা বলছে, দেশের তরুণদের মধ্যে অন্তত ২৫ শতাংশই বেকার। সংস্থাটির হিসাবে মোট বেকার প্রায় ৩ কোটি। তবে গত দুই বছরে দেশের অভ্যন্তরে কত মানুষের কর্মসংস্থান হয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই। গত তিন বছরে কাজের জন্য বিদেশে গেছেন প্রায় ১১ লাখ কর্মী। অথচ ওই সময়ে টার্গেট ছিল ৩০ লাখ মানুষকে বিদেশে পাঠানোর। কিন্তু পূরণ হয়েছে এক-তৃতীয়াংশের কিছু বেশি। এ সময়ে বিপুলসংখ্যক প্রবাসী কাজ হারিয়ে দেশে ফিরেছেন। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেমন সরকারের জন্য জরুরি হয়ে উঠেছে তেমন দেশের লাখ লাখ মানুষের জীবিকা নিশ্চিত করাও এ মুহুর্তের বড় চ্যালেঞ্জ। দেশের অর্থনৈতিক উন্নয়ন শুধু নয়, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য এ চ্যালেঞ্জ মোকাবিলার কোনো বিকল্প নেই। এজন্য কর্মসংস্থানের দ্বার উন্মোচনে মনোযোগী হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর