সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শিল্পকারখানার লাইসেন্স

কাজের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত হোক

শিল্পকারখানার লাইসেন্স ও কারখানা চালুর ছাড়পত্র দেওয়ার জন্য নতুন কর্তৃপক্ষ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কর্তৃপক্ষের রূপরেখা প্রণয়নে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের নেতৃত্বে একটি সাব কমিটি কাজও শুরু করেছে। আশা করা হচ্ছে, শিল্পকারখানার লাইসেন্স সংক্রান্ত নতুন কর্তৃপক্ষ গঠিত হলে শিল্পোদ্যোক্তাদের লাইসেন্স পেতে বিভিন্ন দ্বারে ঘোরার ভোগান্তির অবসান হবে। এর পাশাপাশি কারখানা চালুর ছাড়পত্র পাওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ অন্যান্য নিরাপত্তা সূচকের বিষয়ে কর্তৃপক্ষ নিশ্চিত হওয়ার পর সিদ্ধান্ত নেবে। গত জুলাইয়ে একটি জুসের কারখানায় অগ্নিকান্ডে অর্ধশতের বেশি শ্রমিক প্রাণ হারায়। বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শ্রমপরিবেশ সম্পর্কে নেতিবাচক ধারণার উদ্ভব ঘটায়। বিষয়টি আমলে নিয়ে সরকারের শীর্ষপর্যায় থেকে দেশের সব ধরনের শিল্পকারখানায় অগ্নিদুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে প্রধান করে ‘কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ কমিটি’ গঠন করা হয় । ১২ আগস্ট ওই কমিটির প্রথম সভায় গৃহীত সিদ্ধান্তের একটি হলো শিল্পকারখানার লাইসেন্স ও কারখানা চালুর ছাড়পত্র দিতে একটি নতুন কর্তৃপক্ষ গঠন করা হবে। সভায় শিল্পকারখানার দুর্ঘটনা রোধে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার অবসানের বিষয়টি গুরুত্ব পায়। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যাতে উদ্যোক্তাদের বিভিন্ন দফতরে যাওয়ার প্রয়োজন না হয় সে বিষয়টি প্রাধান্য পায়। কাজের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর যাতে শিল্পকারখানা চালুর অনুমতি পায় সে বিষয়টি নিশ্চিত করা খুবই জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর