বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শিক্ষা কার্যক্রম

উচ্চশিক্ষার দিকেও নজর দিন

দেশের শিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এর মাধ্যমে শিক্ষা নিয়ে যে যথেচ্ছতা চলছে বছরের পর বছর ধরে তার অবসান ঘটবে। শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে শিক্ষাক্রম ঢেলে সাজানোর পরিকল্পনা। শিক্ষামন্ত্রী দীপু মনি ইতিমধ্যে সরকারের শিক্ষাক্রমে কী কী পরিবর্তন আনা হচ্ছে সে বিষয়ে সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন। বলেছেন, ২০২৩ সালে এ শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। ২০২৫ সালের মধ্যে পুরো কারিকুলাম বাস্তবায়ন করবে সরকার। আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিকে ১০০ করে মোট ২০০ শিক্ষাপ্রতিষ্ঠানে এ শিক্ষাক্রমের পাইলটিং করা হবে। কারিগরি ও মাদরাসা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানও এতে অন্তর্ভুক্ত থাকবে। নতুন কারিকুলামে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না। এসএসসি পরীক্ষার আগে দশম শ্রেণি পর্যন্ত থাকবে না কোনো পাবলিক পরীক্ষা। বিজ্ঞান, মানবিক, ব্যবসা বিভাগের বিভাজন থাকবে না নবম ও দশম শ্রেণিতে। সব শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে পড়তে হবে কারিগরির একটি ট্রেড কোর্স। আর একাদশ ও দ্বাদশের ফল সমন্বয় করে এইচএসসির ফল ঘোষণা করা হবে। আমরা এ কলামে বারবার দেশের শিক্ষাব্যবস্থার সংস্কারের তাগিদ দিয়েছি। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাবলিক পরীক্ষার বোঝা চাপানো ছিল তুঘলকি পরিকল্পনা। অপরিকল্পিতভাবে ব্যাঙের ছাতার মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দেশে শিক্ষিত বেকার সৃষ্টিতে অবদান রেখেছে। আমরা আশা করব শিক্ষা কার্যক্রমে সংস্কার আনার স্বার্থে উচ্চশিক্ষা ক্ষেত্রে যে যাচ্ছেতাই অবস্থা চলছে তার অবসান ঘটানো হবে। দেশে জেলায় জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় না করে বেশি বেশি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার দিকে নজর দেওয়া হবে। যাতে বাংলাদেশি শিল্পপ্রতিষ্ঠানে বিদেশ থেকে চাকরিজীবী না আনতে হয়। বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থানেও তা অবদান রাখবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর