বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পুলিশের অঙ্গীকার

জনবান্ধব বাহিনীর ভূমিকা প্রত্যাশিত

পুলিশের তিন দিনব্যাপী ক্রাইম কনফারেন্স গতকাল শেষ হয়েছে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে। পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সম্মেলনে সমাপনী বক্তব্য দেন আইজিপি ড. বেনজীর আহমেদ। সভায় নারী পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্রের বিস্তার রোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল ও থানায় মামলার জট কমানো, পুলিশ সদস্যদের বিভাগীয় মামলা দ্রুত নিষ্পত্তি, গাড়ি রক্ষণাবেক্ষণ ও অর্থব্যয়ে কৃচ্ছ্রসাধনে তাগিদ দেওয়া হয়। নতুন নিয়মে স্বচ্ছতার সঙ্গে কনস্টেবল নিয়োগ, পুলিশের পদবিন্যাস, পদ সৃষ্টি ইত্যাদি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। পুলিশের কর্মক্ষমতা বাড়াতে মাঠপর্যায়ের পুলিশের কর্মপদ্ধতিতে পরিবর্তন আনা, থানায় মামলার জট কমানো, থানাগুলোয় সেবার মান বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনদের নির্দেশনা দিয়ে বলেন, মাদক মামলায় কারও সম্পৃক্ততা পেলে কোনো ধরনের তদবির শোনা যাবে না। মাদকের সঙ্গে যারই সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয় এ কনফারেন্সে। হুঁশিয়ারি দেওয়া হয় কনস্টেবল পদের আসন্ন নিয়োগে কোনো কর্মকর্তার দুর্নীতি উদ্ঘাটিত হলে তৎক্ষণাৎ বরখাস্ত করা হবে। পুলিশি কাঠামোর শুরু সভ্যতার বিকাশ তথা রাষ্ট্রকাঠামোর অনুষঙ্গ হিসেবে। পুলিশ নেই এমন কোনো সমাজ কল্পনা করা কঠিন। দেশে সুশাসন ও স্থিতিশীল পরিবেশ তথা উন্নয়নের স্বার্থে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো এবং আরও বেশি কার্যকর করার উদ্যোগ নিতে হবে। পুলিশকে দুর্নীতিমুক্ত করার জন্যও নিতে হবে কার্যকর ব্যবস্থা। বিশেষত নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা গেলে এ বাহিনীকে অনেকাংশে দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর