বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

অনিবন্ধিত নিউজ পোর্টাল

জনদুর্ভোগ সৃষ্টির কোনো মাধ্যম কাম্য নয়

ব্যাঙের ছাতার মতো দেশে গজিয়ে উঠেছিল একের পর এক নিউজ পোর্টাল। সাংবাদিকতার নামে তাদের কেউ কেউ শুরু করেছিল ব্ল্যাকমেলিংয়ের রমরমা ব্যবসা। এ নিয়ে জনমনে ক্ষোভই শুধু নয়, সাংবাদিকতা সম্পর্কে ভুল ধারণাও গড়ে উঠছিল। এ অন্ধকার দূরীকরণে আশার আলো জাগিয়েছে হাই কোর্টের একটি তাৎপর্যপূর্ণ আদেশ। মঙ্গলবার দেওয়া ওই আদেশে অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আগামী সাত দিনের মধ্যে বিটিআরসি ও প্রেস কাউন্সিল চেয়ারম্যান দ্বয়কে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর আগে ১৬ আগস্ট অনলাইন পত্রিকার সাংবাদিকদের জন্য ‘নৈতিক নীতিমালা’ প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত। সেই সঙ্গে ‘ন্যাশনাল অনলাইন মাস মিডিয়া পলিসি ২০১৭’ অনুযায়ী দেশে অননুমোদিত ও অনিবন্ধিত অনলাইন পত্রিকাগুলোকে কেন বন্ধের নির্দেশ দেওয়া হবে না জানতে চাওয়া হয়। পাশাপাশি অপেক্ষমাণ অনিবন্ধিত পত্রিকাগুলোকে নিবন্ধনের আওতায় আনতে কেন নির্দেশ দেওয়া হবে না তা-ও জানতে চাওয়া হয় রুলে। রিটকারী আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু ওই রুল জারি থাকা অবস্থায় সম্পূরক আবেদনে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের আরজি জানান। আদালত সে আরজিতে সায় দিয়ে সাত দিনের মধ্যে সব অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের যে নির্দেশ দিয়েছে তাতে সাংবাদিকতাকে ব্লাকমেলিং ও গুজব সৃষ্টির মাধ্যম হিসেবে ব্যবহারের সুযোগ বন্ধ হবে আশা করা যায়। সাংবাদিকতা একটি মর্যাদাবান পেশার নাম। কিন্তু অসৎ কিছু মানুষ, সাংবাদিকতা সম্পর্কে যাদের ন্যূনতম ধারণাও নেই তারা নিউজ পোর্টাল খুলে এটিকে অসদুদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছিল। হাই কোর্টের আদেশে জনদুর্ভোগ সৃষ্টির সে কালো অধ্যায়ের অবসান ঘটবে আশা করা যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর