সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত ইখলাস

মুফতি আইনুল ইসলাম কান্ধলবী

ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত ইখলাস

মানুষকে আল্লাহ তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা।  ইবাদত বলতে শুধু নামাজ রোজা হজ জাকাত এরকম বড় বড় কয়েকটা বিষয় নয়, বরং জীবনের সবকিছুই আল্লাহর হুকুম এবং নবী (সা.)-এর তরিকা অনুযায়ী গড়ে তুলতে হবে। কোনো কিছুই নিজের খেয়ালখুশি অনুযায়ী করা যাবে না। সবকিছু আল্লাহর হুকুম ও নবী (সা.)-এর তরিকায় পরিচালনা করতে হবে। আল্লাহ যে ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন, সেই ইবাদত আমরা আমাদের ইচ্ছা মতো করলে হবে না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় শর্ত হলো ইখলাস। ইখলাস অর্থ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই ইবাদত করা। এর সঙ্গে যদি নিজের খেয়ালখুশি, নিজের মনের চাহিদা যুক্ত করা হয়, তাহলে সেটা ইখলাস পরিপন্থী হয়ে যাবে। সেটা খাঁটি ইবাদত হবে না। ইবাদতের সঙ্গে ইখলাসের সম্পর্ক হলো দেহের সঙ্গে রুহের সম্পর্ক যেমন। রুহ যদি না থাকে, তাহলে এই দেহের কোনো মূল্য থাকে না। ঠিক ইখলাস না থাকলে ইবাদতেরও কোনো মূল্য থাকে না। ইখলাস না থাকলে সেখানে যদি রিয়া এসে যায় তবে যত বড় ইবাদতই হোক তার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। কিয়ামতের দিন কিছু বড় ইবাদতকারীকে ডাকা হবে, যেমন যারা জিহাদ করে জীবন দিয়ে দিয়েছে, এমন কিছু মানুষকে ডেকে জানতে চাওয়া হবে, বান্দা তুমি আমার জন্য কী করেছিলে? সে বলবে আমি তোমার জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন না তুমি আমার জন্য জীবন দাওনি, তুমি তো জীবন দিয়েছ এ জন্য যে, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে। তুমি তো যুদ্ধ করেছ এই জন্য যে, মানুষ তোমাকে বড় যোদ্ধা বলবে। তুমি যে উদ্দেশ্যে এটা করেছিলে, দুনিয়াতে তা পেয়ে গেছ-মানুষ তোমাকে বাহাদুর বলেছে। কাজেই আজ আমার কাছে তোমার কিছুই পাওয়ার নেই। যাও জাহান্নামে চলে যাও। কতিপয় বড় ইবাদতকারীকে ডাকা হবে। ডেকে তার কাছে জানতে চাওয়া হবে, তুমি আমার জন্য কী করেছ? তারা বলবে এত এত ইবাদত করেছি, সারা দিন রোজা রেখেছি, তোমার জন্য সারা রাত জাগরণ থেকে জিকির আজকার তাসবিহ তাহলিল আদায় করেছি ইত্যাদি। আল্লাহ বলবেন, এগুলো তো তুমি আমার জন্য করনি বরং এগুলো তুমি করেছ যে মানুষ তোমাকে বুজুর্গ বলবে, বড় ইবাদতকারী বলবে। আর তোমার উদ্দেশ্য তো দুনিয়াতে পেয়ে গেছ মানুষ তোমাকে বুজুর্গ বলছে, বড় ইবাদতকারী হিসেবে প্রশংসা করেছে, যা পাওয়ার দুনিয়াতে তুমি পেয়ে গেছ। এখন আমার কাছে কিছুই পাওয়ার নেই। যাও জাহান্নামে চলে যাও। কিছু বড় দানশীলদের ডাকা হবে। তাদের কাছে জানতে চাওয়া হবে বান্দা আমার জন্য তোমরা কী করেছ? তারা বলবে হে আল্লাহ তোমার জন্য আমরা এত এত টাকা-পয়সা দান করেছি। আল্লাহ বলবেন না তোমরা এ জন্য দান করনি বরং তোমরা দান করেছ এ জন্য যে, মানুষ তোমাদের দানবীর বলে প্রশংসা করবে আর মানুষ তা করেছে, সেটা তোমরা দুনিয়াতে পেয়ে গেছ এখন আমার কাছে কিছুই পাওয়ার নেই। যাও জাহান্নামে চলে যাও। এভাবে যাদের আমলে ইখলাস নেই তারা সব ধরা পড়ে যাবে।  তাদের ইবাদত কোনো কাজে আসবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার ও আমল করার তাওফিক দান করুন।  আমিন।

লেখক : খতিব, পূর্ব বাড্ডা পুরাতন জামে মসজিদ, ঢাকা।

সর্বশেষ খবর