শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর আহ্বান

বিনিয়োগের জন্য প্রস্তুত বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিনিয়োগের আদর্শ স্থান হিসেবে অভিহিত করেছেন। তিনি মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। নিউইয়র্কে ব্যবসায়ীদের গোলটেবিল বৈঠকে তিনি তাদের উদ্দেশে যে আহ্বান জানিয়েছেন তা সময়োপযোগী ও প্রাসঙ্গিক। প্রায় ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি করোনাকালেও বিশ্বের সর্বোচ্চ প্রবৃদ্ধির দেশগুলোর একটি। শিল্প স্থাপনের জন্য বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের চেয়ে বেশি উপযোগী। বিদ্যুৎ ও গ্যাসের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী এ প্রেক্ষাপটে আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, হালকা প্রকৌশল, কৃষি প্রক্রিয়াকরণ, নীল অর্থনীতি, পর্যটন, জ্ঞানভিত্তিক হাইটেক শিল্পসহ অন্যান্য লাভজনক খাতে মার্কিন বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন। বলেছেন, ৬ লক্ষাধিক ফ্রিল্যান্স আইটি প্রফেশনালের কারণে বাংলাদেশ এখন আইসিটি খাতে বিনিয়োগের আদর্শ স্থান। নিউইয়র্কের ‘লোট নিউইয়র্ক প্যালেস’ থেকে ভার্চুয়ালে মঙ্গলবার গোলটেবিল বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বর্তমান বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্য ৯ বিলিয়ন মার্কিন ডলার থেকে বাড়িয়ে আরও উচ্চ পরিসরে উন্নীত করতে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল অনুঘটকের ভূমিকা পালন করতে পারে। শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং মার্কিন বাজারে অন্যান্য বাণিজ্যিক সুযোগ-সুবিধার মাধ্যমে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হতে পারে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন বাংলাদেশের ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি তিনি মার্কিন কোম্পানিগুলোকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। ২০২৬ সালে এলডিসি অবস্থান থেকে বাংলাদেশের উত্তরণের পর টিকে থাকতে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো অগ্রসর দেশের সহযোগিতা পেলে তা হবে এক বড় অর্জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর