বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

মেরকেল যুগের অবসান

মানবিক জার্মানির প্রতীক ছিলেন তিনি

জার্মানিতে অ্যাঙ্গেলা মেরকেল যুগের অবসান ঘটেছে। নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি) মেরকেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের (সিডিইউ) নেতৃত্বাধীন জোট সামান্য ভোটের ব্যবধানে দ্বিতীয় স্থান লাভ করেছে। তার পরও তৃতীয় ও চতুর্থ স্থানের অধিকারী দুটি দলের সমর্থনে তারা এখনো সরকার গঠনের স্বপ্ন দেখছে। তবে সিডিইউ বা এসপিডি যারাই সরকার গঠন করুক অ্যাঙ্গেলা মেরকেল যুগের যে অবসান ঘটতে যাচ্ছে তা শতভাগ নিশ্চিত। বহু আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন ক্ষমতা থেকে সরে যাওয়ার। জার্মানিতে অনুষ্ঠিত নির্বাচনে মধ্য বামপন্থি এসপিডি পেয়েছে ২৫ দশমিক ৭ শতাংশ ভোট। অন্যদিকে অ্যাঙ্গেলা মেরকেলের দল সিডিইউ পেয়েছে ২৪ দশমিক ১ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে গ্রিন পার্টি। যাদের ভোট ১৪ দশমিক ৮ শতাংশ। চতুর্থ দল এফডিপি পেয়েছে ১১ দশমিক ৫ শতাংশ। নির্বাচনের পর চলছে সরকার গঠনের তৎপরতা। ছোট দলগুলোর সঙ্গে জোট গঠন করে অ্যাঙ্গেলা মেরকেলের দল সিডিইউ অথবা এসপিডি সরকার গঠন করবে। সিডিইউ সরকার গঠনে সমর্থ হলে চ্যান্সেলর হবেন আরসিন লাশেট। আর সবচেয়ে বেশি ভোট পাওয়া মধ্য বামপন্থি দল এসপিডি সরকার গঠন করলে চ্যান্সেলর পদ পাবেন দলের শীর্ষ নেতা ওলাফ শলৎজ। জার্মান ভোটাররা এবার পরিবর্তন চেয়েছেন বলেই অ্যাঙ্গেলা মেরকেলের দলের ভোট কমেছে। তৃতীয় ও চতুর্থ দল গ্রিন পার্টি ও এফডিপি জলবায়ু পরিবর্তন ও করারোপ প্রশ্নে প্রথম দুটি দলের চেয়ে বেশ দূরত্বে অবস্থান করছে। গ্রিন পার্টির ভোটযুদ্ধে প্রমাণ করেছে জার্মান জনগণ সবুজ পৃথিবী গড়ার প্রতি অনেক বেশি আন্তরিক। ব্যবসাবান্ধবমুক্ত গণতন্ত্রী দল এফডিপির ভোট বৃদ্ধিও প্রমাণ করছে ক্ষমতার পরিবর্তন চান জার্মানরা। নতুন চ্যান্সেলর যে-ই হোন মেরকেল যুগের যে অবসান ঘটছে তা এক সত্যি। জার্মানিকে একটি মানবিক দেশ হিসেবে উপস্থাপন করে গেছেন তিনি। শান্তি ও স্থিতিশীলতার জন্য তাঁর অবদান আগামী দিনেও স্বীকৃত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর