শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
ভেষজ

বুক ব্যথায় অবহেলা নয়

বিভিন্ন কারণে বুক ব্যথা হয়। বুকের মাংসপেশির সংকট, হাড়ের সমস্যা, বুকে আঘাত পাওয়া, এমনকি ফুসফুসের সমস্যায় হতে পারে বুক ব্যথা। খাদ্যনালির বিভিন্ন সমস্যায়ও বুক ব্যথা হয়। আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করার অ্যাসিড থাকে। কখনো এ অ্যাসিড খাদ্যনালিতে চলে এলে বুক বা গলা জ্বালাপোড়া করে। বুকের হাড়ের নিচে এ ব্যথা অনুভূত হতে পারে। বুক জ্বলা থেকে যে ধরনের ব্যথা হয় তা সাধারণভাবে খাওয়ার পর হয়। এ ধরনের ব্যথা বেশ কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে। ভয় বা আতঙ্ক থেকেও অনেকের বুক ব্যথা করতে পারে। এ ধরনের বুকের ব্যথার সঙ্গে ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার উপসর্গ দেখা দিতে পারে। প্রচন্ড ঘাম থেকেও বুক ব্যথা হতে পারে। হৃদযন্ত্রের আশপাশের  অঙ্গপ্রত্যঙ্গে সমস্যা দেখা দিলেও বুক ব্যথা হতে পারে।

আলমগীর মতি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর