বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন

শিক্ষার পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ঐতিহ্যের অনুষঙ্গ। উচ্চশিক্ষা বিস্তারে শতবর্ষ আগে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড নামে একসময় অভিহিত করা হতো। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এর কৃতিত্ব স্বীকার করা হতো আন্তর্জাতিক পরিসরে। বাংলাদেশ নামের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছে এ বিশ্ববিদ্যালয়। এ বিদ্যাপীঠের ছাত্র ছিলেন সর্বকালের সেরা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান ভাষা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ভূমিকা ছিল অগ্রগণ্য। পাকিস্তান হানাদার বাহিনী একাত্তরের ২৫ মার্চ রাতে প্রথম ঝাঁপিয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের ওপর। দেশের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাবান এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়নে মাস্টারপ্ল্যান গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে এ পরিকল্পনার আওতায় ১৫ বছরে তিন ধাপে ৯৭টি ভবন নির্মাণ করা হবে। সেই সঙ্গে ক্যাম্পাসে নির্মাণ করা হবে বেশ কিছু স্থাপনা, যুক্ত করা হবে অত্যাধুনিক সুযোগ-সুবিধা, যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। ২০১৮ সালে মাস্টারপ্ল্যান প্রণয়নে পরামর্শক প্রতিষ্ঠান ‘ডাটা এক্সপার্ট প্রাইভেট লিমিটেড’কে নিয়োগ দেওয়া হয়। তারা তিন বছর কাজ করে নকশা প্রণয়ন করেছে। এ মাস্টারপ্ল্যানের আওতায় পুরনো বেশ কিছু ভবন ভেঙে ফেলে এবং ফাঁকা জায়গা ব্যবহার করে প্রয়োজনীয় ভবন নির্মাণ করা হবে। ক্যাম্পাসে বিশ্বমানের গ্রন্থাগার সুবিধা, গাড়ি পার্কিং, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, সবুজায়ন, খেলার মাঠ উন্নয়ন, সোলার এনার্জি স্থাপন, রেইন ওয়াটার হারভেস্টিংসহ জলাধার, ওয়েস্ট ম্যানেজমেন্ট, আধুনিক জিমনেসিয়াম ও মেডিকেল সেন্টার স্থাপন করা হবে। এ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হলে শিক্ষার পরিবেশ উন্নত হবে, ইতি ঘটবে আবাসন সংকটের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ফেরানোর ক্ষেত্রে রাখবে ইতিবাচক অবদান।

সর্বশেষ খবর