শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

পরপর দুই বছর জিডিপিতে ভারত পিছিয়ে

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের পূর্বাভাসে বলা হয়েছে, ২০২১ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১৩৮ দশমিক ৭৯৪ ডলার। একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি দাঁড়াবে ২ হাজার ১১৬ দশমিক ৪৪৪ ডলার। ফলে এ নিয়ে পরপর দুই বছর ভারতকে পেছনে ফেলবে বাংলাদেশ। আইএমএফের পূর্বাভাস, এ বছর করোনার প্রভাব কাটিয়ে বাংলাদেশ ও ভারতের প্রবৃদ্ধির হার বাড়বে। এর মধ্যে ভারতের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি হবে ৯ দশমিক ৫ শতাংশ আর বাংলাদেশের হবে ৪ দশমিক ৬ শতাংশ। ভারতের প্রবৃদ্ধি বাড়লেও আগের বছর ভারতের অর্থনীতি সংকুচিত হয়েছিল ৭ দশমিক ৩ শতাংশ। সেজন্য আবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। ২০২০ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৫ শতাংশ। আর ভারতের প্রবৃদ্ধি সংকোচন হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ। ফলে আইএমএফের হিসাবে ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়ায় ১ হাজার ৯৬১ দশমিক ৬১৪ ডলার আর ভারতের ১ হাজার ৯২৯ দশমিক ৬৭৭ ডলার। অর্থাৎ বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেশি হয়েছিল ৩১ দশমিক ৯৩৭ ডলার। চলতি বছর ভারত সন্তোষজনক প্রবৃদ্ধি অর্জন করলেও আগের বছরের ঋণাত্মক প্রবৃদ্ধির কারণে তারা বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকবে। মাথাপিছু হিসেবে বাংলাদেশ জিডিপির ক্ষেত্রে ভারতকে পেছনে ফেললেও আকারের দিক থেকে ভারতের অর্থনীতি বাংলাদেশের চেয়ে ১০ গুণ বড়। চলতি বছর জিডিপির হিসাবে বিশ্বপরিসরে ভারতের অংশ ৭ দশমিক শূন্য ৩৯ শতাংশ। আর বাংলাদেশ মাত্র শূন্য দশমিক ৬৫৯ শতাংশ। জনসংখ্যা ও আয়তনে বাংলদেশ অনেক ছোট হলেও গত এক যুগে উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে জোরকদমে। জিডিপিতে বাংলাদেশ পরপর দুই বছর ভারতকে পেছনে ফেললেও বিভিন্ন সামাজিক সূচকে সাত বছর আগেই বাংলাদেশ ভারত থেকে এগিয়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর