শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সাম্প্রদায়িক হামলা

আইনানুগ সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে সব ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করে এবং যার যার ধর্ম পালন করে। অর্থাৎ ধর্ম যার যার উৎসব সবার। এটা বাংলাদেশে সব সময় ছিল। প্রতিটি উৎসবের সময় সবাই একসঙ্গে শামিল হয়ে আনন্দ উপভোগ করে। কিন্তু মাঝে মাঝে দুষ্টচক্র কিছু ঘটনা ঘটিয়ে মানুষের ভিতরের এই চেতনাকে নষ্ট করতে চায়। সম্প্রতি কুমিল্লাসহ কয়েকটি জেলায় সৃষ্ট গুজবকে কেন্দ্র করে পূজাম-প ভাঙচুর এবং অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পূজামন্ডপে অরাজকতা সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। যে ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছি এবং সার্বক্ষণিক আমরা যোগাযোগ রাখছিলাম।

এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেখানে যারাই এ ধরনের কোনো ঘটনা ঘটাবে তাদের খুঁজে বের করা হবে। এটা আমরা অতীতেও করেছি এবং সেটা আমরা করতে পারব। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির কেন্দ্রীয় পূজামন্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দেওয়া ভাষণে এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাংলাদেশ যখন উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে সে সময় এই যাত্রাকে ব্যাহত করা এবং দেশের ভিতরে একটা সমস্যা সৃষ্টি করার কিছু দুষ্টলোক দেশে রয়েছে। যারা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে না। দেশের সব মানুষ সুন্দরভাবে বসবাস করার সঙ্গে সঙ্গে সবাই ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে।  তবে কুমিল্লার ঘটনাটি খুবই দুঃখজনক। যারা এটি করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে। এটি দেশের সাম্প্রদায়িক মেলবন্ধন বিনষ্ট করার অপচেষ্টা। যারা এ ধরনের অপচেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর