সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
ইতিহাস

ষাটের দশকে আলোকিত যারা

জাফর খান

সত্তরের দশকে স্বাধীনতা অর্জিত হলেও স্বাধীনতা বিনির্মাণের কাজটি শুরু হয় মূলত ষাটের দশকে। যে কারণে বলা হয়, ষাটের দশকের ইতিহাস হলো ‘স্বাধীন বাংলাদেশের ইতিহাস’। এ দশককে বাদ দিয়ে স্বাধীন বাংলাদেশের কথা কল্পনা করাও কঠিন। ষাটের দশকেই গড়ে উঠেছিল ছয় দফা আন্দোলন। এ দশক ধারণ করেছে আগরতলা ষড়যন্ত্র মামলার সঙ্গে সংশ্লিষ্ট একঝাঁক স্বাধীনতাপ্রেমীকে। লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেনের মতো জাতীয় বীরকে। এ দশক সার্জেন্ট জহুরুল হকের মতো দেশপ্রেমিককে ধারণ করেছে। স্বাধীন বাংলাদেশের পতাকা লাল রঙে রঞ্জিত হয়েছে যার রক্তে। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধও সংঘটিত হয়েছে এই দশকে। বাঙালির আত্মোপলব্ধির ক্ষেত্রে যা অনন্য অবদান রেখেছে। স্বাধীন বাংলাদেশের প্রয়োজনীয়তা প্রকৃত অর্থে তুলে ধরেছিল এই যুদ্ধ। ষাটের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন সময়ের সাহসী সন্তান শহীদ আসাদ। ঊনসত্তরে শহীদ আসাদের রক্ত গণআন্দোলনকে গণঅভ্যুত্থানে পরিণত করে। এ দশকে জনগণের লড়াকু সৈনিক হিসেবে অনন্য ভূমিকা রেখেছেন ছাত্রলীগের শাহ মোয়াজ্জেম হোসেন, কে এম ওবায়দুর রহমান, শেখ ফজলুল হক মণি, সৈয়দ মাজহারুল হক বাকী, ফেরদৌস আহমেদ কোরেশী, সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, এম এ রউফ, খালেদ মোহাম্মদ আলী, নূরে আলম সিদ্দিকী, আ স ম আবদুর রব, শাজাহান সিরাজ, আবদুল কুদ্দুস মাখন, হাসানুল হক ইনু, শরীফ নূরুল আম্বিয়ার মতো নেতারা। ষাটের দশকের ছাত্র আন্দোলনে ছাত্র ইউনিয়নের যেসব নেতা রাজপথ কাঁপিয়েছেন তাদের মধ্যে ছিলেন কাজী জাফর, রাশেদ খান মেনন, মোহাম্মদ ফরহাদ, মতিয়া চৌধুরী, হায়দার আকবর খান রনো, মোস্তফা জামাল হায়দার, শামসুদ্দোহা, সাইফুদ্দিন আহমেদ মানিক প্রমুখ।   

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর