মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

অবাঞ্ছিত এই বোঝা

রোহিঙ্গা ও পাকিদের ফেরত পাঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা এবং একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আটকে পড়া পাকিস্তানিরা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। রবিবার বাংলাদেশে নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত অ্যানা জেরার্ড ভ্যান লিউয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি যে তাৎপর্যপূর্ণ মন্তব্যটি করেন তা খুবই প্রাসঙ্গিক। স্মর্তব্য, বাংলাদেশে ৫০ বছর ধরে কয়েক লাখ পাকিস্তানি অবস্থান করছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে নিজেদের যেসব নাগরিক আটকে পড়েছিল বাংলাদেশ তাদের ফেরত নিয়ে এসেছে। কিন্তু পাকিস্তান বাংলাদেশে আটকে পড়া তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। একইভাবে বিভিন্ন সময়ে আসা লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে চার বছর আগে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গার চাপে দেশের পর্যটন এলাকা কক্সবাজারের পরিবেশ-প্রতিবেশ বিপন্ন হয়ে পড়েছে। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে জানিয়েছেন রোহিঙ্গা এবং বিভিন্ন এনজিও ও আঞ্চলিক নেতাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনকে তারা একমাত্র সমাধান হিসেবে অভিহিত করেছেন। রাষ্ট্রদূতের এ বক্তব্য দৃশ্যত স্বস্তিদায়ক হলেও তা একই সঙ্গে একটি প্রশ্নবিদ্ধ বিষয়। কারণ রোহিঙ্গাদের আচরণ দেখে মনে হয় তারা বাংলাদেশে কোনো পরিশ্রম ছাড়াই থাকা-খাওয়ার সুযোগ হারাতে রাজি নয়। এনজিওগুলো তাদের স্বদেশে প্রত্যাবর্তনের বদলে নিজেদের রমরমা ব্যবসা চালিয়ে যাওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছে। যা বাংলাদেশের জনমনে উদ্বেগ বাড়াচ্ছে। ২৫ লাখের বেশি অবাঞ্ছিত বিদেশির চাপে বাংলাদেশের মানুষ শ্বাসরুদ্ধ অবস্থার শিকার। বিশেষ করে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায় দায়বোধের পরিচয় না দিলে ভবিষ্যতে ‘মানবিক’ কোনো ইস্যুতে হাত বাড়ানোর তাগিদ অনুভব করবে না কোনো দেশ। যা কাম্য হওয়া উচিত নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর