রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সাম্প্রদায়িকতার বিষবাষ্প

হামলার কুশীলবদের ধরুন

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িকতাবাদীদের হামলার শিকার হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘর। দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে একজন নিহতও হয়েছেন। কোরআন অবমাননার সাজানো ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের টার্গেট করে তাদের উপাসনালয় ও বাড়িঘরে হামলা চালানো হয়। কোরআন অবমাননা মুসলমানদের জন্য খুবই স্পর্শকাতর সন্দেহ নেই। মতলববাজরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে সেই স্পর্শকাতরতাকে কাজে লাগিয়েছে। পরিকল্পিতভাবে রাতের আঁধারে তারা মন্দিরে মূর্তির কোলে রেখে আসে পবিত্র কোরআন এবং নিজেরাই এ বিষয়ে প্রচার চালিয়ে উত্তেজনা ছড়িয়ে দেয়। ইতিমধ্যে এ ব্যাপারে মাদকাসক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইকবাল নামের ওই ব্যক্তি মন্দিরে কোরআন রাখার কথা স্বীকারও করেছেন। ভিডিও ফুটেজেও তা ধরা পড়েছে। আশার কথা সনাতন ধর্মাবলম্বীদের মনোবল বাড়াতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। পুলিশ-র‌্যাব ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পাশাপাশি ৩৭ জেলা ও তিন মেট্রোপলিটন শহরে ১১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে গত কয়েক দিনে বেশ কয়েকজন মন্ত্রী, সিনিয়র আওয়ামী লীগ নেতা, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোকে খাদ্য ও ঘর নির্মাণের সামগ্রী বিতরণ করেছে। কোরআন অবমাননায় প্রত্যক্ষভাবে জড়িত দুর্বৃত্তকে গ্রেফতার করা হলেও কারা তাকে দিয়ে এ অপরাধ করিয়েছে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। আমরা আশা করব সাম্প্রদায়িক সম্প্রীতির কুশীলবদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আস্থা সৃষ্টিতেও নেওয়া হবে সম্ভাব্য সব ব্যবস্থা।

সর্বশেষ খবর