বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বিনিয়োগ সম্মেলন

খুলে দেবে সম্ভাবনার দ্বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্‌বান জানিয়েছেন। বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশ প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে ব্যবসায়িক যোগাযোগের সেতু হিসেবে গড়ে উঠবে। যেসব ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগ করতে আসবেন তারা এখান থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বাজার ধরারও সুযোগ পাবেন। সরকার দেশের উন্নয়ন সেভাবেই করে যাচ্ছে। মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী ‘বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন-২০২১’ উদ্বোধনকালে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য খুবই প্রাসঙ্গিক এবং তাৎপর্যের দাবিদার। কারণ বাংলাদেশ এখন দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া একটি দেশ। বাংলাদেশের নিকট প্রতিবেশী ভারতকে বিশ্বের আগামী দিনের অর্থনীতির শীর্ষ পর্যায়ের দেশ হিসেবে ভাবা হয়। আরেক নিকটতম প্রতিবেশী চীন বিশ্ব অর্থনীতির শীর্ষস্থানে পৌঁছানোর জন্য স্পুটনিক বেগে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যস্থলে বাংলাদেশের অবস্থান। প্রধানমন্ত্রী বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনকালে উল্লেখ করেছেন যারা বাংলাদেশে বিনিয়োগ করতে আসবেন তারা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বাজার ধরার ও রপ্তানি করারও সুযোগ পাবেন। ভবিষ্যতের কথা মনে রেখে বাংলাদেশ অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থার আধুনিকীকরণের যেমন উদ্যোগ নিচ্ছে তেমন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ গড়ে তুলছে। দেশে গভীর সমুদ্রবন্দর গড়ে তোলা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন বেড়েছে সন্তোষজনকভাবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা মেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বের ৩৮ দেশের ৫৫২ উদ্যোক্তা ব্যবসায়ী ও বিনিয়োগকারী অংশ নিয়েছেন। আশা করা যায় এ সম্মেলন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে অবদান রাখবে। খুলে দেবে বিনিয়োগ সম্ভাবনার দ্বার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর