বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
ইতিহাস

তৈমুর লংয়ের উত্থান

এক পা খোঁড়া হয়ে গেলেও তৈমুর দমে যাননি। আহত বাঘের মতো আরও হিংস্র হয়ে ওঠেন। তৈমুরের প্রায় ১০০ বছর আগে চেঙ্গিস খান পুরো পৃথিবী শাসন করেছিলেন। তৈমুর মনেপ্রাণে বিশ্বাস করতেন তিনিও চেঙ্গিসের মতো পৃথিবী শাসন করবেন। তাই খোঁড়া পা নিয়ে সমরবিদ্যার প্রশিক্ষণ নেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে অস্ত্র চালনায় বেশ পারদর্শী হয়ে ওঠেন। তৈমুর যখন টগবগে যুবক তখন সমগ্র মধ্য এশিয়ায় (আমু দরিয়া ও শির দরিয়া নদীবিধৌত অঞ্চল) ক্ষমতার দ্ব›েদ্ব রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়। বিভিন্ন যাযাবর দল ও স্থানীয় নেতাদের মধ্যে প্রায়ই যুদ্ধ লেগে থাকত। অন্যদিকে স্থানীয় নেতারা অনেকটা পশ্চিমা মতাদর্শে শাসন করতেন। তারা চেঙ্গিস খান, কুবলাই খানের শাসনব্যবস্থা পরিত্যাগ করেছিলেন। এ কারণে স্থানীয় বাসিন্দারা তাদের ওপর অসন্তুষ্ট ছিল। ১৩৪৭ সালে আমির কাজগান স্থানীয় নেতা চাগতাই খানাতের সর্দার বরলদেকে হটিয়ে ক্ষমতা দখল করেন। কিন্তু ১৩৫৮ সালে তিনি ঘাতকের হাতে নিহত হন। এবার ক্ষমতায় আসেন তুঘলক তিমুর। তিনি বারলাস অঞ্চলের শাসক হিসেবে তৈমুর লংকে নিযুক্ত করেন। তৈমুর ক্ষমতা গ্রহণের পর থেকেই তুঘলককে অপসারণের নীলনকশা তৈরি করতে থাকেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি ধরা পড়ে যান। তুঘলক তিমুর তৈমুরকে ক্ষমতাচ্যুত করেন। এবার তৈমুর লং স্বয়ং আমির কাজগানের নাতি আমির হুসেইনের সঙ্গে হাত মেলান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর