শিরোনাম
সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ভূমি জরিপ ট্রাইব্যুনাল

বন্ধ হোক জনভোগান্তি

ভূমির রেকর্ড সংক্রান্ত মামলায় ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। আমাদের জানা মতে, দুনিয়ার কোনো দেশে বাংলাদেশের মতো জমিজমা সংক্রান্ত এত বেশি মামলা নেই। আর প্রায় প্রতিটি বিরোধের পেছনে রয়েছে ভূমি প্রশাসনে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজদের হাত। যার ফলে ভূমি রেকর্ড সংক্রান্ত মামলায় প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। ভূমির রেকর্ড সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আরও ১৩ জেলায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠনের জন্য প্রস্তাবিত ১৩ জেলা হচ্ছে- ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, চট্টগ্রাম, কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা। বর্তমানে দেশে বিদ্যমান থাকা ৪২টি ট্রাইব্যুনালে প্রায় সোয়া লাখ মামলা বিচারাধীন। জনবলসহ নানা সংকটে এসব ট্রাইব্যুনালের মামলা নিষ্পত্তির গতি কম। আইন মন্ত্রণালয়ের প্রস্তাবনায় বলা হয়েছে, ভূমি মালিকানা রেকর্ড ও নকশার যথার্থতা সম্পর্কে উত্থাপিত আপত্তিগুলো নিষ্পত্তি করার উদ্দেশ্যে প্রচলিত দেওয়ানি আদালতের বিকল্প হিসেবে সারা দেশে ৪২টি ‘ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল’ গঠিত হয়েছে। ১৩ জেলায় ভূমি জরিপ কার্যক্রম সমাপ্ত হলেও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন না হওয়ায় বিপুলসংখ্যক সংক্ষুব্ধ ভূমির মালিক মালিকানা সম্পর্কিত রেকর্ড সংশোধন করতে সক্ষম হচ্ছেন না। বর্তমান সরকারের আমলে জমিজমা সংক্রান্ত জটিলতা বন্ধে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে জমির খাজনা প্রদান। যুগ যুগ ধরে সরকার নির্ধারিত খাজনার কয়েক গুণ দিতে হতো উৎকোচ হিসেবে। নতুন পদ্ধতিতে তা বন্ধ করা সম্ভব হবে। ভূমির রেকর্ড সংক্রান্ত জটিলতা বন্ধে সরকার মাঠপর্যায়ে ভূমি জরিপের উদ্যোগ নিয়েছিল।  কিন্তু এ দায়িত্বে নিয়োজিতদের অসততায় হাজার হাজার আপত্তি এখন নিষ্পত্তির অপেক্ষায়। আমরা আশা করব ভূমি জরিপ ট্রাইব্যুনাল দ্রুত আপত্তিগুলোর নিষ্পত্তির পাশাপাশি এ ক্ষেত্রে জরিপকারীদের কোনো কারসাজির প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। জমিজমা সংক্রান্ত সব জটিলতার অবসান ঘটানো হবে এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর