শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশ ফ্রান্স বাণিজ্য

দ্বিগুণ বাড়ানোর অঙ্গীকার ইতিবাচক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ২০২৫ সালের মধ্যে দ্বিগুণ করার ওপর গুরুত্বারোপ করেছেন। ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক কেন্দ্রগুলোর কৌশলগত অবস্থানে থাকা বাংলাদেশে বিনিয়োগের জন্য তিনি ফরাসি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ফরাসি ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর আহ্বান খুবই তাৎপর্যপূর্ণ ও গুরুত্বের দাবিদার। বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের বাণিজ্যিক সম্পর্ক শত শত বছরের ঐতিহ্যের অধিকারী। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইউরোপীয় ব্যবসায়ীদের আগমন ঘটে সেই মধ্যযুগে। সে সময় তৎকালীন বাংলাদেশের সঙ্গেও ছিল তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। রাজধানী ঢাকার ফরাসগঞ্জ ছিল ফরাসি ব্যবসায়ীদের একটি প্রধান কেন্দ্র। ইংরেজদের সঙ্গে বাংলার শাসকদের দ্বন্দ্বে ফরাসিরা বাংলাদেশের মিত্রের ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী ফরাসি ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। ফ্রান্স এখন বাংলাদেশের পঞ্চম বৃহত্তম রপ্তানি গন্তব্য। ২০২৫ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বাংলাদেশকে একটি আঞ্চলিক সংযোগ কেন্দ্রে পরিণত করার জন্য কাজ করছি। সড়ক, রেল, সমুদ্র, জ্বালানি ও ডিজিটাল সংযোগ নিবিড় করা হচ্ছে। বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সরাসরি তাঁর অফিসের সঙ্গে সংযোগ রেখে কাজ করছে এবং সম্ভাব্য যে কোনো উপায়ে তাঁর কার্যালয় ফরাসি বিনিয়োগকারীদের সহায়তা করতে পারলে খুশি হবে। ফ্রান্সে প্রধানমন্ত্রীর সরকারি সফরকালে দুই দেশের সম্পর্ক নতুন সোপানে উন্নীত করার আশাবাদ ব্যক্ত হয়েছে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে। বাংলাদেশে ফরাসি বিনিয়োগ বৃদ্ধি পেলে দুই দেশই লাভবান হবে। বাংলাদেশের বৃহত্তর বাজারসহ ধারে-কাছের দেশগুলোয়ও ব্যবসা করার সুযোগ পাবেন ফরাসি ব্যবসায়ীরা।

সর্বশেষ খবর