মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ভয়াবহ যানজট

এ ভোগান্তির অবসান কাম্য

ঢাকার পরিচিতি অন্তত চার দশক ধরে যানজটের মহানগরী হিসেবে। চার দশকে ঢাকার জনসংখ্যা বেড়েছে অন্তত ১৫ গুণ। এ সময়ে যানজট নিরসনে ফ্লাইওভার তৈরিসহ বেশ কিছু ভালো পদক্ষেপ নেওয়া হলেও যানবাহনের বর্ধিত চাপ মোকাবিলায় তা যথেষ্ট নয়। এ মুহুর্তে রাজধানীর ব্যাপক উন্নয়ন কাজ যানজটের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। মহানগরীর বিভিন্ন প্রান্তে চলছে মেট্রোরেলের কাজ। যার অনিবার্য পরিণতি হিসেবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়কে অচলাবস্থা চলছে। গত রবিবার যানজটের কারণে ত্রিশঙ্কু অবস্থার সৃষ্টি হয়। সপ্তাহের প্রথম কার্যদিবসে এমনিতেই রাজধানীর সড়কে গাড়ির প্রচন্ড চাপ থাকে। এসএসসি ও সমমানের পরীক্ষা এবং বৃষ্টির কারণে রবিবার সকাল থেকেই রাজধানীতে ছিল তীব্র যানজট। পরীক্ষার কারণে সকাল থেকে রাজধানীর মিরপুর, কল্যাণপুর, শ্যামলী, ধানমন্ডি, নিউমার্কেট, ফার্মগেট, মতিঝিল, বেইলি রোড, মগবাজার, শাহবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে অনেক শিক্ষার্থীকে বিপাকে পড়তে হয়েছে। সকালে শুরু হওয়া এ যানজট মহানগরীর অনেক স্থানে রাত পর্যন্ত অব্যাহত ছিল। পদার্থবিজ্ঞানের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। দুই শিফটে পরীক্ষা চলায় রাজধানীর প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় করেছেন অভিভাবকরা। এর জের পড়ছে সড়কগুলোয়। সৃষ্টি হয়েছিল তীব্র যানজট। সন্দেহ নেই পরীক্ষা প্রতিদিনের বিষয় নয়। তবে সাম্প্রতিককালে মেট্রোরেলের নির্মাণ কাজসহ অন্যান্য সেবাপ্রতিষ্ঠানের উন্নয়ন কাজে রাস্তা খোঁড়াখুঁড়ি রাজধানীর লাখ লাখ মানুষকে ভোগান্তির মুখে ফেলছে। এ ভোগান্তির অবসানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যত্নবান হতে হবে। প্রতিটি উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার দিকে নজর রাখতে হবে। ভাবতে হবে জনস্বার্থের কথা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর