মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার শিরোপা জয়

হার না মানা মনোভাব থেকে শিক্ষা নিতে হবে

টি-২০ বিশ্বকাপের নতুন রাজা অস্ট্রেলিয়া। তাসমান পাড়ের প্রতিবেশী নিউজিল্যান্ডকে তারা দাপটের সঙ্গে ৮ উইকেটে পরাজিত করেছে। ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া টেস্ট ও ওয়ানডেতে সেরার তকমা বহু আগে পেলেও টি-২০ ছিল তাদের ধরাছোঁয়ার বাইরে। রাজসিক জাঁকজমকের দুবাই নগরী তাদের সে সৌভাগ্য পাইয়ে দিয়েছে। বিশ্বকাপের ফাইনালে যোগ্য দল হিসেবেই আবিভর্‚ত হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্টইন্ডিজ গো-হারা হারার রেকর্ড করেছে। শুরুতে ফেভারিটের তালিকায় ওপরের দিকে ছিল যে ভারত তারা সেমিফাইনালেরই টিকিটই পায়নি। প্রথম খেলায় পাকিস্তানের সঙ্গে ১০ উইকেটে হেরে তারা এতটাই বিপর্যয়ে ছিল যে তা তাদের সামনে এগোতে দেয়নি। কারণ এর আগে কোনো বিশ্বকাপে পাকিস্তান ভারতকে হারাতে পারেনি। পাকিস্তান অপরাজিতভাবে সেমিফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গের শিকার হয়। বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া দলে যখন আনন্দের বন্যা বইছে তখন স্বপ্নভঙ্গের বেদনায় নিউজিল্যান্ড যে ছটফট করছে তা সহজেই অনুমেয়। ওয়ানডে বিশ্বকাপে সবশেষ দুই আসরেই তারা ফাইনালে উঠেছিল। কিন্তু শিরোপা জেতা হয়নি। প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারল না কিউইরা। বিশ্বকাপের ফাইনালে ‘অস্ট্রেলিয়া’ যেন নিউজিল্যান্ডের মনস্তাত্তি¡ক বাধা। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের পুরো আসরে দুর্দান্ত খেলেও ফাইনালে অসিদের সামনে তারা তীব্র প্রতিদ্ধন্ধিতা গড়তে পারেনি। সেই ফাইনালে অস্ট্রেলিয়া জিতেছিল ১০১ বল হাতে রেখেই। রবিবার দুবাইয়ের টি-২০ বিশ্বকাপের ফাইনালে লো স্কোরিং উইকেটে ১৭৩ রানের টার্গেট দিয়েও জিততে পারল না নিউজিল্যান্ড। উল্টো ৭ বল আগেই খেলা শেষ করে দিল অস্ট্রেলিয়া। টি-২০-এর নতুন রাজা অস্ট্রেলীয় দলকে আমাদের অভিনন্দন। অভিনন্দন তাদের হার না মানা মনোভাবকে। যা থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর