শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

দেশের উন্নয়ন

দলমত নির্বিশেষে এক হতে হবে

মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের ঋণ শোধ করতে দল ও মতের পার্থক্য ভুলে দেশের উন্নয়নের যাত্রায় শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে রাজনৈতিক দলগুলোকে পরমতসহিষ্ণু হতে হবে। সুশাসনের জন্য রাজনৈতিক নেতা, সুশীলসমাজ ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে স্মারক বক্তৃতায় রাষ্ট্রপতির আহ্বান খুবই প্রাসঙ্গিক। গণতান্ত্রিক রাজনীতিতে নানা দল ও মতের অস্তিত্ব এর সৌন্দর্য হিসেবে বিবেচিত হয়। দল ও মতাদর্শগত পার্থক্য থাকলেও দেশ সবার। সেহেতু দেশের উন্নয়নে ঐকমত্য থাকতে হবে। ঐকমত্যের স্বার্থেই পরমতসহিষ্ণু হতে হবে। রাষ্ট্রপতি যৌক্তিক কারণেই তাঁর ভাষণে উল্লেখ করেছেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে ঐক্য গড়ে তুলতে হবে সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিকতা ও সহিংসতার বিরুদ্ধে। রাষ্ট্রপতি সবার প্রতি আহ্বান জানান- ‘আসুন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা দল-মত-পথের পার্থক্য ভুলে, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধ করি।’ বাংলাদেশকে এগিয়ে নেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধ দেশ রেখে যেতে হলে পরমতসহিষ্ণু পরিবেশ যেমন গড়ে তুলতে হবে তেমন সবকিছুর চেয়ে দেশের স্বার্থ ঊর্ধ্বে তুলে ধরতে হবে। গড়ে তুলতে হবে জাতীয় ঐক্য। মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির জয় নিশ্চিত করেছিল দেশের প্রতি ভালোবাসা ও সুদৃঢ় জাতীয় ঐক্য। মুক্তিযুদ্ধের নয় মাসে পাকিস্তানি হানাদাররা বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করলেও বাঙালি ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উড়াল দিয়েছে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের অমিত শক্তির বলে। সোনার বাংলা প্রতিষ্ঠায়ও যার বিকল্প নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর