মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

জাতীয় মর্যাদার প্রশ্নে এক হতে হবে

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ জাতির জন্য এক গৌরবোজ্জ্বল ঘটনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ বিষয়টি নিশ্চিত হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপিত হচ্ছে একই সময়ে এবং এ সময়েই এসেছে এ সুসংবাদ। প্রধানমন্ত্রী জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে এ বিষয়টি আলোকপাত করে বলেছেন মুজিব জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ বাঙালি জাতির বিরল সম্মান ও অনন্য অর্জন। এ অর্জন অনেক গৌরবের। সরকারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। যে গতি নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এ গতি কেউ রোধ করতে পারবে না। সংসদ নেত্রী আরও বলেছেন, জনগণ নির্বাচনে বিজয়ী করার কারণে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জিত হয়েছে। তবে যাত্রাপথ কখনো সুগম ছিল না। অনেক প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়েছে। অনেক সমালোচনা শুনতে হয়েছে। আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা, গাড়িতে আগুন, অগ্নিসন্ত্রাস, হরতাল, অবরোধ হয়েছে। উন্নয়নের পথে বাধা সৃষ্টির জন্য নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে। বাংলাদেশকে মোকাবিলা করতে হয়েছে কভিড-১৯-এর চ্যালেঞ্জ। ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্বাধীনতার ১০ বছরের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হতো। তারপর যারা এসেছেন তাদের কাছে ক্ষমতা ছিল ভোগের বস্তু। প্রধানমন্ত্রী তাঁর সমাপনী বক্তব্যে উন্নয়নশীল দেশে উত্তরণে সৃষ্ট চ্যালেঞ্জের যথাযথ মোকাবিলার ওপরও গুরুত্বারোপ করেছেন; যা খুবই প্রাসঙ্গিক ও তাৎপর্যের দাবিদার। জাতীয় মর্যাদার স্বার্থে এ চ্যালেঞ্জ মোকাবিলায় এক হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর