বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশে সৌদি বিনিয়োগ

উন্মোচিত হোক সম্ভাবনার দ্বার

বাংলাদেশে সৌদি বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে ভ্রাতৃপ্রতিম দেশটির পরিবহন ও লজিস্টিক সেবা মন্ত্রী সালেহ বিন নাসের আল-জাসেরের সফরে। বিনিয়োগ সামিটে যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশে এসে সৌদি মন্ত্রী বলেছেন, তাদের দেশের ৩০টি বেসরকারি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। সৌদি মন্ত্রী সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে সৌদি মন্ত্রী চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন করেন। এ সময় তিনি বৃক্ষরোপণ, ভূমি পরিদর্শনসহ মতবিনিময় সভায় মিলিত হন। তিনি শিল্পনগরে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা ও সৌদি আরবের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবিত স্থানটি ঘুরে দেখেন। সফরসঙ্গীদের নিয়ে পরিদর্শন শেষে বেজা কনফারেন্স রুমে মতবিনিময়কালে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন। বলেন, সৌদি সরকার সব সময় বাংলাদেশের সঙ্গে ছিল। সৌদি সরকারের সঙ্গে কথা বলে এ শিল্পাঞ্চলে বিনিয়োগ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ। মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ বুকে ধারণকারী এ আরব দেশের সঙ্গে মুসলিমপ্রধান বাংলাদেশের মানুষের হৃদয়ের সম্পর্ক সহজেই অনুমেয়। বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সৌদি বিনিয়োগের সুযোগ রয়েছে। যা কাজে লাগাতে পারলে উভয় দেশই লাভবান হবে। এ বিনিয়োগ ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্ক সুসংহতকরণেও সহায়ক হবে। বাংলাদেশ বিনিয়োগবান্ধব নীতিতে বিশ্বাসী। মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরে সৌদি আরবের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা দুই দেশের সম্পর্কের স্মারক বলে বিবেচিত হবে- আমরা এমনটিই দেখতে চাই। বাংলাদেশে সৌদি বিনিয়োগ নিশ্চিত হলে তেলসমৃদ্ধ অন্যান্য আরব দেশের বিনিয়োগের পথও উন্মোচিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর