বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ওমিক্রন মোকাবিলা

হেলাফেলার অবকাশ যেন না থাকে

করোনাভাইরাসবিরোধী লড়াইয়ে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, করোনাভাইরাসের টিকা না নিলে কোনো ধরনের সরকারি সেবা দেওয়া হবে না। এ ক্ষেত্রে ‘নো ভ্যাকসিন নো সার্ভিস’ নীতি অবস্থান গ্রহণ করেছে সরকার। আফ্রিকা মহাদেশ থেকে কেউ বাংলাদেশে এলে তাকে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ মোকাবিলায় আন্তমন্ত্রণালয় সভা শেষে সংবাদমাধ্যমকর্মীদের কাছে দেওয়া স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য খুবই প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। করোনাভাইরাস দুনিয়ার সব দেশের জন্য কমবেশি বিপর্যয় ডেকে এনেছে। ঘনজনবসতির দেশ হিসেবে বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও প্রাণহানির সংখ্যা সত্যিকার অর্থেই কম। তবে এতে আত্মপ্রসাদের কোনো সুযোগই নেই। কারণ এ ভয়াবহ ভাইরাস দেশের অর্থনীতির যে ক্ষতি করেছে তা অতুলনীয়। বাংলাদেশ যখন উন্নয়নের পথে জোর কদমে ছুটে চলছিল তখন এ মহামারী সে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। করোনাকালের মহাবিপর্যয় রোধে লক্ষাধিক কোটি টাকার প্রণোদনা দিয়ে সরকার দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর টিকে থাকার সামর্থ্য সৃষ্টি করেছে। অর্থনীতি সচল রাখাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এত কিছুর পরও করোনাঘাতে যে ক্ষতি হয়েছে তা সত্যিকার অর্থে বিশাল। এ মুহূর্তে করোনার সংক্রমণ সীমিত; একে শূন্যের পর্যায়ে নিয়ে যেতে হবে। আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন যে হুমকি সৃষ্টি করছে তা প্রতিরোধে হেলাফেলার কোনো অবকাশ নেই। প্রয়োজনে বাংলাদেশ থেকে আফ্রিকায় যাতায়াত স্থগিত রাখতে হবে। প্রবীণদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত অভিনন্দনযোগ্য হলেও যারা এখনো টিকা নেননি তারা যাতে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা নিতে পারেন তা নিশ্চিত করা আরও বেশি জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর