শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

উচ্চমাধ্যমিক পরীক্ষা

বিপুল অনুপস্থিতি উদ্বেগজনক

এইচএসসি ও সমমানের পরীক্ষা শিক্ষার্থীদের প্রত্যক্ষ উপস্থিতিতে শুরু হয়েছে বৃহস্পতিবার। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। নিরাপদ দূরত্ব রাখা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। পরীক্ষার প্রথম দিনই ১৫ হাজার ৫২১ জন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিলেন। ওইদিন পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ লাখ ৫৪ হাজার ৫০২ জন শিক্ষার্থীর মধ্যে ২ লাখ ৪৯ হাজার ৯১৭ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৮ শতাংশ। আলিমে কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষায় ১ লাখ ১২ হাজার ২৭১ ছাত্রছাত্রীর মধ্যে ৬ হাজার ৭৫২ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ৬ দশমিক শূন্য ১ শতাংশ। এ ছাড়া কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৪৮ হাজার ৯৮৪ ছাত্রছাত্রীর মধ্যে ৪ হাজার ১৮৪ জন অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার রাজধানীর পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের বলেছেন, পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। কেউ এ নিয়ে অপপ্রচারের চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে। এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে মোট পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৫২১ জনের অনুপস্থিতি অশনিসংকেত। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপুলসংখ্যক শিক্ষার্থী যে শিক্ষাজীবন থেকে ঝরে গেছে এটি তারই প্রমাণ। ঝরে যাওয়া শিক্ষার্থীর মধ্যে মাদরাসা শিক্ষার্থীই বেশি। যার সিংহভাগ ছাত্রী। বিয়ের কারণে তারা ঝরে পড়েছেন। এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সাধারণ সময়ের সাত-আট মাস পর। এটি শিক্ষাজীবনের জন্য বিরাট অপচয়। শিক্ষামন্ত্রী অবশ্য বলেছেন, আগামী বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা এগিয়ে আনা হবে। আমরা আশা করব সুষ্ঠুভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে। সব পরীক্ষার্থীর জন্য শুভ কামনা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর