শিরোনাম
বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

জাওয়াদের ক্ষয়ক্ষতি

কৃষি পুনর্বাসনের উদ্যোগ নিন

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অগ্রহায়ণ শেষে তিন দিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে রোপা আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। শীতকালীন সবজির ক্ষয়ক্ষতিও ব্যাপক। ক্ষতিগ্রস্ত হয়েছে সরিষার চাষাবাদ। জাওয়াদ সরাসরি বাংলাদেশে আঘাত না হানলেও তা কৃষি অর্থনীতির জন্য বড় ক্ষতির কারণ ঘটিয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে এর অপপ্রভাব অনুভূত হয়েছে বেশি। টানা বৃষ্টিতে খুলনার উপকূলীয় এলাকায় রোপা আমন, বোরো বীজতলা ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ভোলায় পাকা-আধাপাকা আমন ধান, রবিশস্যসহ সব ফসলের খেত তলিয়ে যাওয়ায় দিশাহারা কৃষক। ঝিনাইদহে হাজার হাজার একর পাকা ধানসহ শীতকালীন ফসলের খেত তলিয়ে গেছে। টাঙ্গাইলের ১২ উপজেলায় আবাদ করা সরিষা নষ্ট হওয়ায় মনঃকষ্টে ভুগছে কৃষক। পটুয়াখালীতে জোয়ারের পানিতে তলিয়ে গেছে ২ হাজার ৮৮৫ হেক্টর জমির ফসল। নড়াইলে ১৮ হাজার ৬৩২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মানিকগঞ্জে এবার ৩৭ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়। এর মধ্যে ১ হাজার ৩০০ হেক্টরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে তিন দিনের টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে আমন, তরমুজ ও খেসারি ডালের বেশি ক্ষতি হয়েছে। বাংলাদেশের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে আসছে। মড়ার উপর খাঁড়ার ঘার মতো বিপদ সৃষ্টি করেছে বিশ্বের জলবায়ুর অনাকাক্সিক্ষত পরিবর্তন। এ পরিবর্তনে ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাসের মোকাবিলা করতে হচ্ছে প্রায় নিয়মিতই। ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে বড় ধরনের আঘাত করার ক্ষমতা হারালেও তার প্রভাবে জলোচ্ছ্বাসে দক্ষিণাঞ্চলে বাঁধ ভেঙে সাগরের লোনাজল প্রবেশ করেছে। জলবন্দী করেছে অনেক মানুষকে। আমরা আশা করব জাওয়াদে ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি পুনর্বাসনে ত্বরিত ব্যবস্থা নেওয়া হবে। দয়াদাক্ষিণ্য নয়, লাখ লাখ ভোক্তার স্বার্থেই কৃষকের পাশে সরকারকে দাঁড়াতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর