বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

যুব ক্রিকেটের সাফল্য

ভারতের বিরুদ্ধে জয় সাহস বাড়াবে

টি-টোয়েন্টির বিশ্বকাপে সীমাহীন ব্যর্থতা ও নিজেদের মাঠে পাকিস্তানের কাছে ভরাডুবির পর বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছিল। সে প্রশ্নের জবাব দিয়েছে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ বলে বিবেচিত যুব ক্রিকেট দল। কলকাতায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৩৫ রানের টার্গেট দিয়ে স্বাগতিকদের অলআউট করে দেয় মাত্র ৫৩ রানে। ১৮২ রানের বিশাল ব্যবধানে জিতেছে টাইগার যুবারা। গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলির হাত থেকে পুরস্কার নেন বাংলাদেশের অধিনায়ক রাকিবুল হাসান। বাংলাদেশের আইচ মোল্লা মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। তবে তার ৯৩ রানের ইনিংসে ভর করেই বড় সংগ্রহ পায় সফরকারীরা। বাংলাদেশের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন আশিকুর জামান। ভারতের জন্য বাংলাদেশের দেওয়া টার্গেটটা আহামরি না হলেও ২৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। টাইগার যুবাদের বোলিং তান্ডবে দলীয় ৫ রানেই তারা প্রথম তিন ব্যাটসম্যানকে হারায়। ভারতের চতুর্থ উইকেটের পতন ঘটে ১৫ রানে। এরপর ধাক্কা সামলে লড়াইয়ের চেষ্টা করলেও শেষ দিকে মাত্র ৫ রানেই হারায় ৬ উইকেট। ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শিরোপা লাভ আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে বাংলাদেশকে আত্মপ্রত্যয়ী করে তুলবে। স্মর্তব্য, গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশি যুবারা। ওয়েস্ট ইন্ডিজে তারা শিরোপা ধরে রাখতে লড়বে। ইডেন গার্ডেনের সাফল্য তাদের অনুপ্রেরণা হয়ে কাজ করবে এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর