শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

টঙ্গী-গাজীপুর সড়ক

দ্রুত মেরামত করা হোক

শিল্পশহর হিসেবে পরিচিত টঙ্গী-গাজীপুর। টঙ্গী থেকে জয়দেবপুরের দূরত্ব মাত্র ১২ কিলোমিটার। স্বাভাবিকভাবেই গণপরিবহনে এ দূরত্ব পার হতে ১৫ থেকে ২০ মিনিট লাগার কথা থাকলেও সড়কের বেহালদশার কারণে যানজটে অনেক ক্ষেত্রে এ দূরত্ব পাড়ি দিতে লাগছে ৩ থেকে ৫ ঘণ্টা। ঢাকান্ডময়মনসিংহ মহাসড়কের টঙ্গী-জয়দেবপুর সড়কে যানজট দেখা দিলে এর প্রভাব পুরো রাজধানীতে ছড়িয়ে পড়ে। যানজটে নাকাল নগরবাসীকে তখন গাড়িতে বসে ঘণ্টার পর ঘণ্টা মূল্যবান সময় নষ্ট করা ছাড়া কোনো গতি থাকে না। দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় ডোবানালায় পরিণত হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। সংস্কার কাজ শেষ না হওয়ায় যানজট আর ভোগান্তিতে অতিষ্ঠ জনজীবন। বছরের পর বছর চলতে থাকা এ মহাসড়কের মেরামত কবে শেষ হবে কেউ জানে না। পিঁপড়ের গতিতে চলা মেরামত কাজ দ্রুত শেষ করে যানজটের ভোগান্তি থেকে রক্ষা চায় ভুক্তভোগীরা। টঙ্গী-গাজীপুরের যানজট এখন ঢাকার উত্তরা পেরিয়ে মহাখালীকেও গ্রাস করেছে। খানাখন্দে ভরা রাস্তা এখনো পুরোপুরি মেরামত না হওয়ায় পরিস্থিতি দিনে দিনে নাজুক হয়ে উঠছে। সম্প্রতি কয়েক দিনের বৃষ্টিতে জমে থাকা পানিতে সড়কের নানা স্থানে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ফলে দূরপাল্লার গাড়িগুলোর গতিবেগও ৫ থেকে ১০ কিলোমিটারের মধ্যে রাখতে হচ্ছে। বিআরটি প্রকল্পের রাস্তা সংস্কারের কাজ কবে নাগাদ শেষ হবে কেউ জানে না।

অন্যদিকে মহাসড়কে জায়গা দখল করে বসা অসংখ্য ভাসমান দোকান ও হকার যানজট তৈরির আরেক কারণ হয়ে দাঁড়িয়েছে।জানা গেছে, চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের জন্য কাজ করছে। এ বিষয়ে কর্তৃপক্ষ বলছেন সর্বোচ্চ তিন মাস লাগবে। জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত মেরামত করা হোক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর