রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বৈধ হচ্ছে ৫০ হাজার বাংলাদেশি

মালদ্বীপ সরকারের প্রশংসনীয় সিদ্ধান্ত

মালদ্বীপে অবৈধভাবে অবস্থানরত প্রায় ৫০ হাজার বাংলাদেশিকে বৈধতাদানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরের বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে ভ্রাতৃপ্রতিম দেশটির এই ইতিবাচক সিদ্ধান্তকে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সলিহ নিজেই বৈধকরণের আশ্বাস দিয়েছেন। এর ফলে মালদ্বীপে থাকা কমপক্ষে ৫০ হাজার বাংলাদেশি বৈধতা পাবেন আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কূটনীতিক ও কর্মকর্তারা মনে করছেন প্রধানমন্ত্রীর সফর উভয় দেশের সম্পর্ক বহুমুখীকরণে অবদান রাখবে। ২০১৯ সাল থেকে বন্ধ শ্রমবাজারে বৈধ কর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু করতে যাচ্ছে দুই দেশ। বাংলাদেশ ও মালদ্বীপের শীর্ষ বৈঠক শেষে ঘোষিত ৩১ দফা যৌথ ইশতেহারেও বৈধতার বিষয়টি উঠে এসেছে। মালদ্বীপের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের বিশাল অবদানের প্রশংসা করে মালদ্বীপ প্রেসিডেন্ট বাংলাদেশের বড়সংখ্যক কর্মীর কাগজপত্রবিহীন থাকা ও তাদের বঞ্চনার শিকার হওয়ার বিষয়ে জোর দেন। প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরের ফলে সার্কভুক্ত দুই ভ্রাতৃপ্রতিম দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উপনীত হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতি ঘোষিত হয়েছে দ্বিপক্ষীয় বৈঠকে। বর্তমানে মালদ্বীপে কর্মরত বাংলাদেশির সংখ্যা ১ লাখের বেশি। যার অর্ধেকই ভিসা ও বৈধ কাগজপত্র ছাড়াই সে দেশে অবস্থান করছেন। অবৈধতার কারণে তারা অন্যদের তুলনায় কম বেতন পান। এসব কর্মী বৈধতা পেলে এবং দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে নতুন কর্মী নেওয়া শুরু হলে তা রেমিট্যান্স আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে। মালদ্বীপের উন্নয়নে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আশা করা যায় সহযোগিতামূলক সম্পর্ক উভয় দেশকে লাভবান করবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জোট সার্ককে শক্তিশালী করার ক্ষেত্রেও এ সম্পর্ক প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে।

সর্বশেষ খবর