ছোটবেলা থেকেই জেনে এসেছি স্বর্গ মর্ত্য পাতাল- স্রষ্টার এ তিন সৃষ্টিকে একত্রে ত্রিভুবন বলা হয়। তবে আজ উপলব্ধি করছি সভ্য দেশের সভ্য মানুষের কাছে আবির্ভূত হয়েছে ভার্চুয়াল ভুবন নামে আরেকটি বাস্তবতা। মনে পড়ে ২০১১ সালে ভারতে শাহরুখ খান তাঁর নিজস্ব চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান থেকে সে আমলেই ১৩২ কোটি রুপি ব্যয় করে ‘রা ওয়ান’ নামে বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর একটি চলচ্চিত্র…