রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

আন্তর্জাতিক বাণিজ্য মেলা

কূটনীতি হোক বাণিজ্য প্রসারের হাতিয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য ও আর্থিক কূটনীতির ওপর জোর দিয়েছেন। বাণিজ্য মেলা-২০২২ উদ্বোধনকালে তিনি এ বিষয়ে গাইডলাইন দিয়ে বলেছেন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও পণ্যের গুণগত মান বাড়াতে গবেষণারও উদ্যোগ নিতে হবে। গতকাল বছরের প্রথম দিনে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলার উদ্বোধন করা হয় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। স্মর্তব্য, দেশি-বিদেশি উদ্যোক্তাদের তাদের পণ্যের গুণাগুণ ও নতুন উদ্ভাবন সম্পর্কে ক্রেতাদের অভিহিত করতে ১৯৯৫ সাল থেকে রাজধানীর শেরেবাংলানগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। এবার পূর্বাচলে স্থায়ীভাবে এ মেলা চালু হচ্ছে। ২৫তম বাণিজ্য মেলায় ৫৫৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। পূর্বাচলে করোনাকালে আয়োজিত এ বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ২২৫। পূর্বাচলের যোগাযোগব্যবস্থা সম্পর্কে সংশয়, অন্যদিকে করোনাকালের জন্য এ বছর বাণিজ্য মেলায় প্রতিষ্ঠানগতভাবে অংশগ্রহণ কম হয়েছে। তবে তাতে মেলার আকর্ষণ খুব একটা কমবে না বরং শেরেবাংলানগরের চেয়ে পূর্বাচলে অনেক স্বাচ্ছন্দ্যে অংশ নিতে পারবেন দর্শনার্থীরা। বাণিজ্য মেলা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনীতিকে বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত করার যে কথা বলেছেন তাতে বাস্তবতার আলোকে পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে বাংলাদেশকে চলতে হবে সে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ গত অর্ধশতাব্দীতে বিশ্বের সবচেয়ে পশ্চাৎপদ থেকে মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। ভৌগোলিক স্বাধীনতা অর্জনের পাঁচ দশক পর অর্থনৈতিক সচ্ছলতাও অর্জন করেছে বাংলাদেশ। এ অর্জন ধরে রাখতে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে কূটনৈতিক প্রয়াসও জোরদার করতে হবে। ‘বাণিজ্য বসতে লক্ষ্মী’ প্রবচন সামনে রাখা শুধু নয়, তার প্রসার ঘটাতে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ঘটাতে হবে। কূটনীতির মাধ্যমে দেশি পণ্যের নতুন নতুন বাজার সৃষ্টি ও দেশে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার পথও বাতলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে।

সর্বশেষ খবর