বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিশ্বনবীর মর্যাদা

আল্লামা মাহ্মূদুল হাসান

রসুলেপাক (সা.) সর্বশ্রেষ্ঠ রসুল, আল্লাহ্পাকের পরেই তাঁর স্থান। এ বিষয়ে মুসলিম উম্মাহর ঐকমত্য রয়েছে। যদি সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত সবার বুজুর্গি এবং কামালাতকে একত্রিত করা হয়, তবুও তা বিশ্বনবীর মর্যাদার সমান হবে না। এ সম্পর্কে একশ্রেণির শিয়া সম্প্রদায় ছাড়া কারও দ্বিমত নেই। শিয়াদের কতিপয় লোকের মতে, ইমামতের মর্যাদা নবুওয়তের উপরে; এ কারণে এরূপ আকিদা পোষণকারী শিয়াদের গোমরাহ বলা হয়েছে। এরূপ আকিদা পোষণকারী প্রকারান্তরে নবীর সমালোচনাকারীদের অন্তর্ভুক্ত বলে এরা গোমরাহ ফেরকাহ।

নবীর সমালোচনা

যারা নবী-রসুলদের সমালোচনা করে, তারা আহলে সুন্নতের অন্তর্ভুক্ত নয়। পৃথিবীর যারা যেখানে নবী ও সাহাবাদের সমালোচনায় লিপ্ত রয়েছে, তাদের ব্যাপারে সঠিক তত্ত্ব নিলে দেখা যায়, শিয়া সম্প্রদায়ের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। নবী-রসুল ও সাহাবাদের সমালোচনাকারীদের ভবিষ্যৎ পরিণাম খুবই দুঃখজনক। যদি আপনারা আমার পরিবারবর্গের এবং আমার অত্যন্ত বিশ্বস্ত সহচর ও বন্ধু-বান্ধবদের সমালোচনা করেন, তাহলে আমার কাছ থেকে কি কোনো কিছু পাওয়ার আশা পোষণ করতে পারেন? এ অবস্থায় যদি আপনি আপনার ছেলেকে নিয়ে আমার মাদরাসায় ভর্তি করাতে যান, তখন আমার মনের কী অবস্থা হবে? আমার ফ্যাক্টরিতে আপনাকে শ্রমিক হওয়ার এবং বেতন-ভাতার সুযোগ দেব কি? সুতরাং যে নবীর কদমের ধূলির বরকতে আপনার-আমার জীবনের সফলতা আসবে, যার শাফায়াতের মাধ্যমে আমাদের মুক্তি ও নাজাতের পথ সুগম হবে, কবরে, হাশরে ও পুলসিরাত পার হওয়ার জন্য যার শাফায়াত অত্যাবশ্যকীয়, যারা তাঁর এবং তাঁর সাহাবিদের সমালোচনা করে, তারা প্রিয়নবীর শাফায়াতের আশা করে কী করে? সমালোচনাকারীদের কেউ কেউ বলে যে, নবীগণ নিষ্পাপ নন, বরং তাঁরা ইচ্ছাকৃতভাবে গুনাহ করেন এবং তাঁদের দ্বারা গুনাহ করানো হয়। তাহলে এরূপ নবী এবং সাধারণ মানুষের মধ্যে তফাত কোথায়? কোরআন-হাদিস এবং শরিয়তের হুকুম-আহকামের ওপর আর কীরূপে আস্থা জ্ঞাপন করা যায়? এভাবে তো পুরো শরিয়তই সন্দেহজনক হয়ে দাঁড়ায়। যারা এরূপ আকিদা পোষণ করে, তারা ইসলামের শুভাকাক্সক্ষীদের অন্তর্র্ভুক্ত নয়।

 

লেখক : আমির, আল হাইআতুল উলয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর