বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

করোনার থাবা

মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করুন

দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শক্তভাবে থাবা বিস্তার করছে। স্পুটনিক গতিতে বাড়ছে সংক্রমণ। ওমিক্রন নামে ভাইরাসের এ নতুন ধরনটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও অধিকাংশ ক্ষেত্রে আক্রান্তরা শ্বাসকষ্টে না ভোগায় হাসপাতালে ভর্তি বা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না। এমনকি নমুনা পরীক্ষার জন্য কভিড-১৯ পরীক্ষা কেন্দ্রে সিংহভাগ লোক যাচ্ছেন না ভোগান্তির ভয়ে। সংক্রমণ দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়ায় দেশের হাসপাতালগুলোয় বাড়ছে করোনা রোগীর চাপ। এক মাসের ব্যবধানে কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা ৪১.৬৯ শতাংশ বেড়েছে। ঢাকা মহানগরীর হাসপাতালগুলোয় বেড়েছে ৫৫.৩০ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ হার আরও এক দফা বেড়েছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৫৮ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর এসেছিল ৯ সেপ্টেম্বর। ওই দিন শনাক্ত হন ২ হাজার ৫৮৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৮.৯৭ শতাংশ। সবশেষ এর চেয়ে বেশি শনাক্ত হারের খবর এসেছিল চার মাসের বেশি সময় আগে, ৮ সেপ্টেম্বর। ওই দিন শনাক্তের হার ছিল ৯.০৭ শতাংশ। সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় আড়াই হাজার রোগী শনাক্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন মাত্র ২৭৪ জন। দেশে ব্যাপক হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যবিধি মেনে বাস ও লঞ্চে অর্ধেক যাত্রী বহন করার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার থেকে ট্রেনও চলবে অর্ধেক যাত্রী নিয়ে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না দেখতে আজ থেকে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।

দেশে তৃতীয় দফায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরও বাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ছাড়াই মানুষের চলাচল ঝুঁকি বাড়াচ্ছে। এ বিষয়ে সরকার কড়া মনোভাব গ্রহণ করলে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। মাস্ক না পরে বাইরে বেরোলে গ্রেফতার ও জরিমানার বিধান চালু হলে সতর্ক হতে বাধ্য হবে মানুষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর