শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

করোনার তৃতীয় ঢেউ

সতর্কতার বিকল্প নেই

দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণহীনভাবে থাবা বিস্তার করছে। প্রতিদিনই গড়ে উঠছে সংক্রমণের নতুন রেকর্ড, বাড়ছে মৃত্যু। করোনা সংক্রমণের রেড জোন বা অধিক ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় উঠে এসেছে রাজশাহী। জনসংখ্যা অনুপাতে আক্রান্তের আধিক্য বিবেচনায় খুলনা বিভাগের আট জেলা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। চট্টগ্রাম, বরিশাল, রংপুর সর্বত্রই সংক্রমণের ঊর্ধ্বগতি। ওমিক্রন নামের ভাইরাসের এ নতুন ধরনটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও অধিকাংশ ক্ষেত্রে আক্রান্তরা শ্বাসকষ্টে না ভোগায় হাসপাতালে ভর্তি বা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না। এমনকি নমুনা পরীক্ষার জন্য কভিড-১৯ পরীক্ষা কেন্দ্রে যাচ্ছেন না অনেকে অলসতার কারণে। সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় দেশের হাসপাতালগুলোয় করোনা রোগীর চাপ ব্যাপক বেড়েছে। নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার ১৮ দিন ধরে প্রতিদিন বাড়ছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সংক্রমণ ধরা পড়েছে ৯ হাজার ৫০০ মানুষের দেহে, যা ১২ আগস্টের পর এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬৫ দিন পর আবার ২৫ শতাংশ ছাড়িয়ে গেছে। মৃত্যুও বেড়েছে গত ২৪ ঘণ্টায়। বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১২ জন, আগের দিন ছিল ১০ জন। ১৭ নভেম্বরের পর আবারও একজন করোনা রোগী বাড়িতে মারা গেছেন। মাঝের দিনগুলোয় সব মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। দেশে ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যবিধি মেনে বাস ও লঞ্চে অর্ধেক যাত্রী বহনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তা সঠিকভাবে কার্যকর হচ্ছে এমনটি বলার অবকাশ নেই। অবশ্য ট্রেন চলছে অর্ধেক যাত্রী নিয়ে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না দেখতে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছে। তবে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা প্রয়োজনের তুলনায় নগণ্য। দেশে তৃতীয় দফায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরও মাস্ক ছাড়াই মানুষের চলাচল ঝুঁকি বাড়াছে। যথেচ্ছতা রোধে সরকার তৎপর হলে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। মাস্ক না পরে বাইরে বেরোলে গ্রেফতার ও জরিমানার বিধান চালু হলে বেপরোয়া মনোভাব পরিবর্তনে অবদান রাখবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর