মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ঝুঁকিতে স্বাস্থ্যকর্মীরা

স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে সর্বত্র

করোনার তৃতীয় ঢেউ দুনিয়াজুড়ে আঘাত হানছে। বাংলাদেশেও ঘরে ঘরে জ্বর-কাশির লক্ষণ ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যকর্মীরা ব্যাপক সংখ্যায় আক্রান্ত হচ্ছেন ওমিক্রন তথা করোনার নতুন ধরনে। সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা। নিজেদের হারকিউলিসের মতো অসীম ক্ষমতাধর ভেবে অনেকে স্বাস্থ্যবিধিকে পাত্তা দিতে চাচ্ছেন না। ধর্মীয় কূপমন্ডূকতার কারণেও সংক্রমণের ঝুঁকি বাড়ছে। করোনার মধ্যেও চিকিৎসা কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশার মানুষেরও যে কোনো পরিস্থিতিতে বাইরে বেরোতে হচ্ছে। পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তো করোনাকালে বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে প্রথম থেকে। করোনাকালে স্বাস্থ্যকর্মীরা কতটা ঝুঁকিতে সে তথ্য ফুটে উঠেছে বাংলাদেশ প্রতিদিনের একটি প্রতিবেদনে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইউনিট-৪-এ কর্মরত আছেন ৪০ জন চিকিৎসক। এর মধ্যে গত এক মাসে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ জন। অধিকাংশ চিকিৎসকের পরিবারের সদস্যদের করোনা শনাক্তের রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের অধিকাংশই দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন। মেডিসিন বিভাগের অন্য ইউনিটে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী তৃতীয়বার আক্রান্ত হয়েছেন। শুধু ঢাকা মেডিকেল নয়, অন্যান্য হাসপাতালেও চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার চিত্র প্রায় একই। করোনার তৃতীয় ঢেউয়ে প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেবা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৯৪ জন স্বাস্থ্যকর্মী। চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের ব্যাপকহারে করোনাভাইরাসের নতুন সংস্করণে আক্রান্ত হওয়া নিঃসন্দেহে উদ্বেগের। পাশাপাশি ব্যাপকহারে প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টিও উৎকণ্ঠার; যা ঠেকাতে স্বাস্থ্যবিধি মান্যতায় জোর দিতে হবে। এ ব্যাপারে কোনো অবহেলা থাকা উচিত নয়।

সর্বশেষ খবর