বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মানব পাচার

অপরাধের হোতাদের ধরতে হবে

আফ্রিকার আরব দেশ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করেন অভিবাসনপ্রত্যাশীরা। যার মধ্যে বাংলাদেশির সংখ্যা বেশ বড়সড়ো। যান্ত্রিক নৌকায় চড়ে সাগর পাড়ি দিতে গিয়ে এদের অনেকে দুর্ঘটনায় পড়েন। ইউরোপে ঠাঁই পাওয়ার বদলে সলিলসমাধির শিকার হন। এবার নৌকা ডুবে নয়, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পেরিয়ে ইতালি পাওয়ার পথে সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে তীব্র শীতে। সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইতালি কোস্টগার্ডের সদস্যরা ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসার কাছে উপকূল থেকে ২৯ কিলোমিটার দূরে অভিবাসীদের নৌকাটি সারারাত ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। ল্যাম্পেদুসার মেয়র ওই সাত বাংলাদেশি অভিবাসীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। বলেছেন, অভিবাসীদের ওই নৌকায় অন্তত ২৮০ জন ছিলেন; যার বেশির ভাগই বাংলাদেশ ও মিসরের নাগরিক। হাজার হাজার আশ্রয়প্রার্থী ও অভিবাসনপ্রত্যাশীর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান রুট ইতালি। কয়েক মাস ধরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীর ইউরোপ যাওয়ার প্রবণতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ইতালির সরকারি তথ্যানুযায়ী চলতি বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত দেশটির বিভিন্ন বন্দরে ১ হাজার ৭৫১ জন অভিবাসী পৌঁছেছেন। ইতালিতে অভিবাসন প্রত্যাশায় যাওয়া সাত বাংলাদেশির তীব্র শীতে মৃত্যুবরণ দুর্ভাগ্য। ইতালি কর্তৃপক্ষ তাদের বাংলাদেশি বলে নিশ্চিত করলেও রোমের বাংলাদেশ দূতাবাস সঠিক পরিচয় উদ্ঘাটন করতে পারেনি। সরকারের পক্ষ থেকে মানব পাচার বা অবৈধভাবে ইউরোপে পাড়ি জমানোর বিরুদ্ধে বারবার সতর্ক করলেও তা কোনো কাজে আসছে না। আমরা আশা করব উদ্ধারকৃত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হবে। কাদের প্রচারণায় তারা এমন আত্মঘাতী পথে পা বাড়িয়েছিলেন তা উদ্ঘাটন করা হবে।

এ বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়াও জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর