সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বড়দের সঙ্গে বেয়াদবি করা উচিত নয়

মো. আবু তালহা তারীফ

বড়দের সঙ্গে বেয়াদবি করা উচিত নয়

বেয়াদব শব্দের অর্থ অভদ্র বা উচ্ছৃঙ্খল। সাধারণত অভদ্র, উচ্ছৃঙ্খল লোকদের বেয়াদব বলা হয়ে থাকে। একজন বেয়াদব বড়দের সঙ্গে ভালো ব্যবহার করে না। বড়দের সঙ্গে কর্কশ ও অপমানমূলক ভাষায় কথা বলে। বড়দের কথা তেমন গুরুত্ব দেয় না। দেখা হলে সালাম বিনিময় করে না। টাকা কিংবা বংশীয় বা রাজনৈতিক ক্ষমতায় নিজেকে অহংকারী ও বড় মনে করে। নিজ বয়সের চেয়ে বড় মুরব্বিদের তুই বলে সম্বোধন করে। সাদা দাড়ি দাদার বয়সী ব্যক্তির সঙ্গে বেয়াদবি করতে অন্তর কম্পিত হয় না। অথচ বড়দের সঙ্গে বেয়াদবি করা মহাঅন্যায়। ইসলাম  অন্যদের সঙ্গে ভালো ব্যবহারে উদ্বুদ্ধ করেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘উত্তম নৈতিক চরিত্র ও আচার-ব্যবহারের ন্যায় নেকির পাল্লা ভারী করতে আর দ্বিতীয় কোনো আমল নেই। আর আল্লাহ অশ্রাব্য গালমন্দ ও কটুকথা বলে এমন ব্যক্তিকে খুবই ঘৃণা করেন।’ তিরমিজি শরিফ। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। উত্তম আদব হলো ইমানের অংশ। বেয়াদবকে স্বয়ং আল্লাহও পছন্দ করেন না। ইবলিস আল্লাহর হুকুম অমান্য করেছিল। তার বেয়াদবির ফল হিসেবে আল্লাহ তাকে বিতাড়িত করেছেন। সেই ইতিহাস আমাদের জানা রয়েছে। যারা বড়দের সঙ্গে বেয়াদবি করে তাদের সমাজের কেউ পছন্দ করে না। তাকে সামনে ক্ষমতার কারণে কিছুটা ভয় ও প্রশংসা করলেও অন্তরে থাকে তার প্রতি ঘৃণা। এ জন্যই এমন কোনো ধরনের কাজ করা যাবে না যে কারণে অন্যদের মনে আমার প্রতি ঘৃণা জন্মায়। সর্বদা পরিচিত-অপরিচিত আত্মীয়স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ বলেন, সদ্ব্যবহার কর মাতা-পিতার সঙ্গে, নিকট আত্মীয়ের সঙ্গে, এতিম, মিসকিন, নিকট আত্মীয়-প্রতিবেশী, অনাত্মীয়-প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস-দাসীদের সঙ্গে। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদের যারা দাম্ভিক, অহংকারী।’ সূরা নিসা- আয়াত ৩৬। বয়সে বড় অধীনস্থ কর্মচারীদের সঙ্গে বেয়াদবি করা অন্যায়। তাদের ধমক বা রাগের সুরে কথা বলা উচিত নয়। আপনি একটু ভাবুন, আপনার নিম্ন কর্মচারী যদি না থাকত, অফিস কিংবা দোকানের কাজে আপনার কতই বেগ পেতে হতো। অফিস কিংবা দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ সব কাজই আপনার পক্ষে করা কষ্টের হতো। আজ যারা মালিক পক্ষ, যারা শিল্পপতি, দামি বাড়িতে বসবাস ও দামি গাড়িতে চলাচল, আনন্দে উল্লাসে সময়কে অতিবাহিত করে একটু লক্ষ্য করুন, আপনার এই আনন্দের পিছনে রয়েছে আপনারই অধীনস্থ শত শত শ্রমিক বা কর্মচারীর হাজারো ফোঁটা ঘাম। একজন কর্মচারী গোটা জীবন কেটে যায় আপনার কারখানায়। এ ছাড়া রিকশাচালক ও ড্রাইভার আপনাকে গন্তব্যে পৌঁছে না দিলে হেঁটে গন্তব্যে পৌঁছতে হতো।

লেখক : ইসলামবিষয়ক গবেষক।

সর্বশেষ খবর