সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

মাধ্যমিক শিক্ষায় পরিবর্তন

শিক্ষার্থীদের জ্ঞানস্পৃহা বাড়াবে

দেশের মাধ্যমিক শিক্ষায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। আগামী বছর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি হবে দুই দিন। ২০২৩ সাল থেকে দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলামের পাইলটিং শুরু হবে। প্রাথমিকভাবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণি থেকে এটি বাস্তবায়ন করা হবে। ২০২৪ সালে অষ্টম ও নবম শ্রেণিতে তা বাস্তবায়িত হবে। সে হিসাবে ২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে আর আর্টস, কমার্স, সায়েন্স বিভাগ থাকবে না। প্রতিটি প্রতিষ্ঠানে নতুন কারিকুলাম বাস্তবায়নে বিশাল আকারের বিনিয়োগ করা হবে।  অবকাঠামোগত বড় পরিবর্তন আনা হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয়। নতুন শিক্ষাক্রমের শিক্ষার্থীরা  জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে দক্ষতা, সঠিক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ শিখতে পারবে। সবকিছুর সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীরা দক্ষ নাগরিক হয়ে উঠবে। শিক্ষার্থীরা যা শিখবে তা প্রয়োগ ও সমস্যা চিহ্নিত করতে পারবে, তার সমাধান খুঁজে বের করতে পারবে। সরকার শিক্ষার্থীদের সেভাবে গড়ে তুলতে নতুন কারিকুলাম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক স্তরের ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাইলটিং শুরু হবে। শিক্ষাব্যবস্থাকে নতুন সাজে সাজানোর জন্য নেওয়া হচ্ছে ওই উদ্যোগ। মাধ্যমিক পর্যায়ে আর্টস, কমার্স ও সায়েন্স শিক্ষার বিভাজন শিক্ষার্থীদের জ্ঞান লাভের স্পৃহাকে সীমাবদ্ধ করে। মেধাবী ছাত্রদের সিংহভাগকে বিজ্ঞান বিভাগে নেওয়া প্রথা হয়ে দাঁড়িয়েছিল। এ বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহের বিষয়টি খুব একটা পাত্তা দেওয়া হতো না। স্বভাবতই বিজ্ঞান শিক্ষার্থীরা আর্টস ও কমার্স বিষয়ে অজ্ঞ থেকে যেত। একইভাবে আর্টস ও কর্মাস শিক্ষার্থীদের বিজ্ঞানের এই যুগে বিজ্ঞান সম্পর্কে সাধারণ ধারণার বাইরে থাকত। নবম ও দশম শ্রেণিতে বিভাজন উঠিয়ে দেওয়ায় শিক্ষার্থীরা মাধ্যমিক পর্যায়ে জীবনঘনিষ্ঠ প্রতিটি বিষয়ে ধারণা লাভ করতে সক্ষম হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ে সিদ্ধান্ত নিতে পারবে কোন দিকে পড়া তাদের জন্য যথার্থ হবে।

সর্বশেষ খবর