শনিবার, ৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

ইউক্রেনে জাহাজে হামলা

নাবিকদের নিরাপদে দেশে পাঠাতে হবে

ইউক্রেনের কৃষ্ণ সাগর তীরের একটি বন্দরে ‘বাংলার সমৃদ্ধি’ নামের একটি জাহাজ ২৯ বাংলাদেশি নাবিকসহ আটকে পড়েছিল, সে জাহাজে রকেট হামলায় একজন বাংলাদেশি নাবিক নিহত হয়েছেন। রকেট হামলায় জাহাজটিতে আগুন ধরে গিয়েছিল, কিন্তু জাহাজের ক্রুরা দ্রুত তা  নিভিয়ে ফেলতে সক্ষম হন। মাত্র তিন দিন আগেও জাহাজের একজন নাবিক দেশে ফিরে আসার জন্য তাদের তীব্র আকুতির কথা জানিয়েছিলেন। ২৬ জানুয়ারি ভারতের মুম্ব^ই বন্দর থেকে যাত্রা করে জাহাজটি তুরস্কের ইরেগলি হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছে। ২ মার্চ রাতে জাহাজের পেছনের অংশের নিয়ন্ত্রণ কক্ষের ওপর গোলা আঘাত হানে। এতে জাহাজটি অচল হয়ে যায়। জানা যায়, নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমেই জাহাজটি চালানো হয়। পরে ইঞ্জিন সচল থাকলেও নিয়ন্ত্রণ কক্ষ, রাডার সিস্টেম অচল থাকায় এ জাহাজ চালানো সম্ভব হয়নি। অন্যদিকে ইউক্রেনে আটকে পড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিককে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করে নিরাপদে স্থলভাগে নেওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক ভিডিওবার্তায় বলেছেন, তাঁরা নিরাপদে আছেন। জাহাজ ছেড়ে দূতাবাসের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন। ইউক্রেনের অলভিয়া বন্দরের কাছে জলসীমায় বাংলার সমৃদ্ধি জাহাজে বুধবার রাতে হামলা হয়। এতে নিহত হন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। এরপর ভিডিওবার্তায় জাহাজে থাকা বাংলাদেশি নাবিকরা তাঁদের উদ্ধারে সরকারের প্রতি আকুতি জানাচ্ছিলেন। বৃহস্পতিবার জাহাজ থেকে উদ্ধারের পর তাঁদের টাগবোটে নিরাপদে উপকূলে নেওয়া হয়। তাঁদের বহনকারী টাগবোটটি ইউক্রেনের অলভিয়া বন্দর জেটিতে পৌঁছে। গোলায় ক্ষতিগ্রস্ত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি এ মুহূর্তে পরিত্যক্ত রেখে আসতে হবে। কারণ সেখানে মাইন পাতা রয়েছে। কাজেই জাহাজটি এখন যেখানে রয়েছে সেখান থেকে সরানো ঝুঁকিপূর্ণ। আটকে পড়া নাবিকসহ বাংলাদেশিদের নিরাপদে দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর