শনিবার, ১২ মার্চ, ২০২২ ০০:০০ টা
ইতিহাস

ক্রিস্টোফার কলম্বাস

ক্রিস্টোফার কলম্বাসের নাম অমরত্ব লাভ করেছে বিশ্ব ইতিহাসে। আমেরিকা আবিষ্কার করেন তিনি। সম্ভবত ১৪৫১ সালের আগস্ট থেকে অক্টোবরের কোনো এক সময় তাঁর জন্ম। বাবা ছিলেন তন্তুবায়ী। কলম্বাস শৈশবেই প্রতিকূল অবস্থার শিকার হন। অর্থাভাবে তাঁর পড়াশোনা থেমে যায়। সাগরপাড়ের সন্তান কলম্বাস ছিলেন সাগরপ্রেমী। সেই ছোট্টবেলাতেই সাগর পাড়ি দেওয়ার স্বপ্ন দেখতেন। এ স্বপ্ন তাঁকে নাবিকের পেশা গ্রহণে উদ্বুদ্ধ করে। দিনরাত তিনি ভাবতেন নতুন নতুন দেশ আবিষ্কার করবেন। এ ভাবনাই তাঁকে নতুন দেশ আবিষ্কারের অভিযানে উদ্বুদ্ধ করে। তিনি এ বিষয়ে পর্তুগালের রাজার শরণাপন্ন হন। রাজা এই স্বপ্নচারী নাবিককে পাত্তা দেননি। ব্যর্থ মনোরথ হয়ে কলম্বাস যান স্পেনে। সে দেশের রানী ইসাবেলাকে বলেন নতুন পথে ভারত যেতে চান তিনি। এর মাধ্যমে বাণিজ্যিক ক্ষেত্রে স্পেন লাভবান হবে। রানী ইসাবেলা কলম্বাসের কথায় মুগ্ধ হন। ভারত অভিযানের নামে কলম্বাস আবিষ্কার করেন নতুন দেশ আমেরিকা। কলম্বাস শুধু নিজের ভাগ্য গড়েননি তাঁর কারণেই ইউরোপীয়রা এক নতুন বিশ্বের অধিকারী হয়। পরিবর্তন হয় ইউরোপীয়দের ভাগ্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর