মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

সামাজিক প্রচারমাধ্যম

যথেচ্ছতার প্রবণতা গ্রহণযোগ্য নয়

ফেসবুকসহ সামাজিক মাধ্যমগুলো মানুষের দৈনন্দিন জীবনের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। মানুষের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে এ মাধ্যমের তুলনা নেই বললেই চলে। ফেসবুক ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের কারণেই দেশ ও দুনিয়ায় কোথায় কী ঘটছে তা মুহূর্তের মধ্যে জানা মানুষের পক্ষে সহজ হয়ে দাঁড়িয়েছে। দেশ-বিদেশে অবস্থানরত স্বজনদের সঙ্গে স্বল্প খরচে সার্বক্ষণিক যোগাযোগের সুযোগও সৃষ্টি করেছে সামাজিক মাধ্যম। প্রিয়জনের সঙ্গে কথা বলা শুধু নয়, তাকে দেখতেও পারছে নিমেষেই। সামাজিক মাধ্যমগুলোর এ কল্যাণমুখী অবদানের পাশাপাশি সর্বনাশা অপপ্রভাবও কম নয়। সামাজিক মাধ্যমের অপপ্রচারে হানাহানি দানা বেঁধে ওঠার ঘটনা অহরহ ঘটছে। নারী পাচার ও মাদক ব্যবসার মতো জঘন্য অপরাধে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহৃত হচ্ছে। এমনকি আত্মহত্যার প্ল্যাটফরম হিসেবে বেছে নেওয়া হচ্ছে এ প্রচারমাধ্যম। সোমবারের বাংলাদেশ প্রতিদিনের খবরে বলা হয়েছে গাজীপুরে এক নারীর ফেসবুক স্ট্যাটাসে ব্যঙ্গাত্মক ‘হাঃ হাঃ’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে এক কিশোরসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন অন্তত সাতজন। শনিবার মধ্যরাতে জেলার সীমান্তবর্তী কাপাসিয়া উপজেলার সম্মানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও চরপাড়ায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব-পুলিশ আশপাশে বিশেষ নজরদারি অব্যাহত রেখেছে। একই দিন ময়মনসিংহে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর প্রকাশিত হয়েছে। ফেসবুক ইউটিউবসহ সামাজিক মাধ্যমের ওপর নজরদারি না থাকায় তারা যা ইচ্ছা তা-ই প্রচারের অধিকার ভোগ করছে। বাংলাদেশ থেকে বিজ্ঞাপন বাবদ বছরে শত শত কোটি টাকা আয় করলেও এজন্য কোনো কর বা ভ্যাট দিতেও অস্বীকৃতি জানাচ্ছে তারা। জবাবদিহির আওতায় আনতে বাংলাদেশে সামাজিক মাধ্যমগুলোর অফিস খোলার প্রস্তাব দেওয়া হলেও তা অগ্রাহ্য করা হচ্ছে। বলা যায়, তথ্য সাম্রাজ্যবাদের ভূমিকায় আবির্ভূত হয়েছে সামাজিক প্রচারমাধ্যমগুলো। এ যথেচ্ছতার অবসানে সরকার সক্রিয় হবে, এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর