শনিবার, ২৬ মার্চ, ২০২২ ০০:০০ টা

দেশের সমৃদ্ধি

গণতন্ত্র ও ন্যায়ের স্বপ্ন সত্য হোক

বৃহস্পতিবার নয় বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের মধ্যে দেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন। শেখ হাসিনা বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আমরা এমনভাবে গড়ে তুলব যাতে বাঙালি জাতিকে আর বিশ্বের কারও কাছে মাথা নত করে চলতে না হয়। আমরা উন্নত-সমৃদ্ধিশালী দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করেই এগিয়ে যাব।’ দেশের সাম্প্রতিক উন্নয়ন-অগ্রগতিকে আলোর পথের যাত্রা আখ্যায়িত করে একে অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সরকারপ্রধান বলেন, ‘অনেক চড়াই-উতরাই পার হয়ে উন্নয়নের অগ্রযাত্রায় আমরা যে এগিয়ে যাচ্ছি, সে যাত্রা যেন অব্যাহত থাকে জাতির কাছে, প্রজন্মের পর প্রজন্মের কাছে সেটাই আমার আহ্বান, অনুরোধ।’ স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবর্ষ পার হতেই বাংলাদেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা সম্ভবপর হয়েছে। মধ্য আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। জাতীয় আয় বেড়েছে। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, যে জাতি নিজের মাতৃভাষার জন্য বুকের রক্ত দেয়, স্বাধীনতার জন্য বুকের রক্ত দিয়ে যায় সে জাতিকে কেউ দাবায়ে রাখতে পারে না- সে কথা বলে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে। আমিও তা বিশ্বাস করি। কভিড-১৯-এর কারণে বিশ্ব অর্থনীতির মন্দাভাব এবং দেশে দেশে খাদ্য সংকট থাকলেও আমাদের অর্থনীতির চাকা সচল রয়েছে। করোনা মোকাবিলার পাশাপাশি আমরা বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রেখেছি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সর্বাঙ্গীণ উন্নতির জন্য গণতন্ত্র ও আইনের শাসনের পথেই এগিয়ে যেতে হবে। এভাবেই মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর